Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / চট্টগ্রাম / কুমিল্লা জেলা হেযবুত তওহীদের কর্মী সম্মেলন অনুষ্ঠিত - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

কুমিল্লা জেলা হেযবুত তওহীদের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

January 11, 2025 07:03:31 PM   জেলা প্রতিনিধি
কুমিল্লা জেলা হেযবুত তওহীদের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

কুমিল্লা জেলা হেযবুত তওহীদের উদ্যোগে নাঙ্গলকোট উপজেলায় উগ্রবাদ, ধর্মব্যবসা, ধর্মান্ধতা, হুজুগ ও গুজবের বিরুদ্ধে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার নাঙ্গলকোট উপজেলায় আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন নাঙ্গলকোট উপজেলার সভাপতি আবু বক্কর। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লার আঞ্চলিক আমির সাইফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলার দক্ষিণ নারী বিষয়ক সম্পাদক পপি ইসলাম, সিবিসি বাংলার চেয়ারম্যান জিল্লুর মানিক, দৈনিক দেশের পত্রের জেলা প্রতিনিধি রাহাত চৌধুরী এবং রনি ইসলাম। এছাড়া বিভিন্ন ইউনিয়ন সভাপতিসহ অন্যান্য নেতৃবৃন্দও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

মুখ্য আলোচক সাইফুল ইসলাম তার বক্তব্যে বলেন, “বর্তমানে ইসলাম হয়ে দাঁড়িয়েছে শুধুমাত্র পরকালীন মুক্তির জন্য দোয়া-কালাম, তসবিহ ও জিকিরের মাধ্যমে সময় কাটানোর একটি ধর্ম। অথচ প্রকৃত ইসলাম এর বিপরীত। প্রকৃত ইসলাম আরবের মূর্খ, বর্বর ও কুসংস্কারাচ্ছন্ন মানুষদের ভাগ্য বদলে দিয়েছিল। এটি তাদের কৃষি, শিল্প, শিক্ষা ও সামরিক অঙ্গনে সফলতার চূড়ায় নিয়ে গিয়েছিল। হেযবুত তওহীদ সেই ইসলামের পুনর্জাগরণে কাজ করছে।

তিনি আরও বলেন, “হেযবুত তওহীদ মানবজাতিকে জানাতে চায়, ইসলাম একটি প্রগতিশীল, যুক্তিশীল জীবনব্যবস্থা। এটি দুনিয়াবী ও পরকালীন সব সংকটের সমাধান দিতে সক্ষম। তবে এটি জঙ্গিবাদী ও ধর্মব্যবসায়ীদের বিকৃত ইসলাম নয়, এটি আল্লাহ ও রসুলের প্রকৃত ইসলাম।”

তিনি উল্লেখ করেন, “যখন জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা, অর্থনৈতিক সংকট বা সমাজে রাজনৈতিক অস্থিরতা দেখা দেয়, তখন হেযবুত তওহীদ জাতির সংকটের সমাধান নিয়ে হাজির হয়। বর্তমানের নিরাপত্তাহীনতা, দুর্নীতি, অপরাজনীতি এবং অর্থনৈতিক অস্থিতিশীলতার সময়েও হেযবুত তওহীদ সকল ধর্ম-বর্ণের মানুষকে নিয়ে ঐক্যবদ্ধ ও ভারসাম্যপূর্ণ একটি সিস্টেম প্রবর্তনের প্রস্তাবনা দিচ্ছে।”

সভায় বক্তারা সকলকে প্রকৃত ইসলামের বার্তা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।