Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / চট্টগ্রাম / কুমিল্লার লাকসামে ট্রাক চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

কুমিল্লার লাকসামে ট্রাক চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

January 10, 2025 10:45:20 PM   জেলা প্রতিনিধি
কুমিল্লার লাকসামে ট্রাক চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

রাহাত চৌধুরী:
কুমিল্লার লাকসামে ট্রাক চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দিবাগত রাত পৌনে বারোটার দিকে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লাকসাম পৌর এলাকার ভৈষকোপালিয়া নামক স্থানে ট্রাক চাপায় তারা নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত অপর একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতরা হলেন- লাকসাম পৌর এলাকার গুনতি গ্রামের শফিকুর রহমানের ছেলে তাবারক উল্লাহ মালু (৪২) এবং উত্তরকুল গ্রামের আবু তাহেরের ছেলে মাসুদ (২৮)। গুরুতর আহত মাসুকুর রহমান বাবু (২৮) বর্তমানে কুমিল্লার একটি ক্লিনিকে চিকিৎসাধীন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, বৃহস্পতিবার রাতে তিন যুবক একটি মোটরসাইকেলে করে লাকসাম থেকে কুমিল্লার দিকে যাচ্ছিলেন। ভৈষকোপালিয়া নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা নোয়াখালী অভিমুখী একটি বালু বোঝাই ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাবারক উল্লাহ মালু এবং মাসুদ মারা যান।

পুলিশ ও স্থানীয়রা আহত বাবুকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান। দুর্ঘটনার পর ট্রাকটি আটক করা হয়েছে কিনা বা চালক পলাতক রয়েছেন কি না, সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।