Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / চট্টগ্রাম / কুমিল্লায় ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

কুমিল্লায় ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক

February 20, 2023 01:12:13 AM   দেশজুড়ে ডেস্ক
কুমিল্লায় ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক

কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লা সদর দক্ষিণ থানায় অভিযান চালিয়ে ইয়াবাসহ দুই রোহিঙ্গাকে আটক পুলিশ। শনিবার সন্ধ্যায় থানার উত্তর রামপুর জননী পাশ্বেল সার্ভিসের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- লায়লা বেগম (২৮) ও মো. হারুন (২৯)।

অভিযান পরিচালনাকারী সদর দক্ষিণ থানার এসআই শাহীনুর ইসলাম এবং এসআই মাহফুজুর রহমান জানান, গ্রেফতারকৃতরা উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যম্পের বাসিন্দা। আটককালে তাদের নিকট থেকে ছোট পলি প্যাকে প্যাকেটকৃত ৪শ’ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

কক্সবাজার থেকে প্রায়ই দেশের বিভিন্ন জায়গায় মাদক সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।