Date: May 02, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / চট্টগ্রাম / কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

November 11, 2024 07:24:25 PM   জেলা প্রতিনিধি
কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

কুমিল্লার কোতয়ালী মডেল থানাধীন বাঁশমঙ্গল এলাকায় র‌্যাব-১১, সিপিসি-২ এর বিশেষ অভিযানে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী মো. সাজ্জাদ হোসেন (১৯) ও মো. পাভেল আহমেদ ফয়সাল (২৪) গ্রেফতার হয়েছেন। অভিযানে মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি অটোরিকশাও উদ্ধার করা হয়েছে।

র‌্যাবের সূত্র জানায়, ১১ নভেম্বর বিকালে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল এই অভিযান পরিচালনা করে। প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃত সাজ্জাদ হোসেন কুমিল্লার ধর্মপুর গ্রামের মো. হালিম মিয়ার ছেলে এবং পাভেল আহমেদ ফয়সাল একই গ্রামের শাহিন মিয়ার ছেলে। জিজ্ঞাসাবাদে তারা জানায়, দীর্ঘদিন ধরে অটোরিকশা ব্যবহার করে সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে কুমিল্লার বিভিন্ন স্থানে বিক্রি করত।

র‌্যাব-১১ এর কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান জানান, মাদকের বিরুদ্ধে তাদের ধারাবাহিক অভিযান চলমান থাকবে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।