Date: May 03, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / করতোয়া নদীতে নৌকাডুবি: ৫০ জনের মরদেহ উদ্ধার! - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

করতোয়া নদীতে নৌকাডুবি: ৫০ জনের মরদেহ উদ্ধার!

September 27, 2022 07:48:47 AM  
করতোয়া নদীতে নৌকাডুবি: ৫০ জনের মরদেহ উদ্ধার!

পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড়ের বোদা উপজলায় করতোয়া নদীর ওপারে থাকা বদেশ্বরী মন্দিরে পূজা  দিতে গিয়ে নৌকা ডুবির ঘটনায় নিহতের সংখ্যা দারিয়েছে ৫০ জনে। এ নিয়ে নৌকা ডুবির দ্বিতীয় দিনে আরও ২৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (২৬ সেপ্টেম্বর) দিনভর পঞ্চগড় জেলার মাড়েয়া, দেবীগঞ্জ, দিনজপুরের বীরগঞ্জ, খানসামা থেকে আরও ২৫টি মরদেহ উদ্ধার করা হয়। এর আগে রোববার (২৫ সেপ্টেম্বর) দুপুরে পঞ্চগড়ের বোদা উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের আউলিয়া ঘাটে করতোয়া নদী নৌকা দিয়ে পার হতে গিয়ে এ দূর্ঘটনাটি ঘটলে প্রথম দিনে ২৫ জনের মরদেহ উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া মরদেহের মধ্যে নারী ২৫ জন, শিশু ১৩ জন এবং পুরুষ ১২ জন অধিকাংশ সনাতন ধর্মাবলম্বী। এদিকে এ ঘটনায় ২৫ থেকে ২৭ জন এখনো নিখোঁজ রয়েছে।

জানা যায়, হিন্দু সম্প্রাদয় বড় উৎসব মহালয়া। অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার বোদা উপজেলার মাড়েয়া এলাকার একমাত্র তাই ভরসা নৌকা। কিন্তু সেই নৌকায় উৎসবে মেতে উঠতে গিয়ে দূর্ঘটনায় মৃত্যুর মিছিলে পুরো এলাকা জুড়ে নেমে এসেছে শোকের মাতম। রোববার দুপুরে শতাধিক যাত্রী নিয়ে নৌকা ডুবির ঘটনা ঘটলে রাত ১১টা পর্যন্ত উদ্ধার অভিযান পরিচালনা করে ২৫ জনের মরদেহ উদ্ধার করে প্রশাসন ও স্থানীয়রা।

দ্বিতীয় দিনে উদ্ধার অভিযানের নিহরা হলেন, হাতেম আলী (৭০) শ্যামলী রানি (১৪), লক্ষী রানি (২৫), অমল চন্দ্র (৩৫) শোভা রানি (২৭), দিপঙ্কর (৩) পিয়ন্ত (২.৫) রুপাালি ওরোফে খুকি রানি (৩৫), প্রমিলা রানি (৫৫) অনবালা (৬০) সুনিতা রানি (৬০), ফাল্গুনী (৪৫) প্রমিলা দেবী (৭০), জ্যোতিশ চন্দ্র (৫৫), তারা রানি (২৫), বিষ্ণু (৩), সফলতা রানি (৪০), বিলাশ চন্দ্র (৪৫), শ্যামলী রানি ওরফে শিমুলি (৩৫), উশোশি (৮), তনুশ্রী (৫), শ্রেয়সী, প্রিয়ন্তী (৮), সনেকা রানী (৬০), ব্রজেন্দ্র নাথ (৫৫), ঝর্ণা রানী (৪৫), দীপ বাবু (১০), সূচিত্রা (২২), কবিতা রানী (৫০), বেজ্যে বালা (৫০), দিপশিখা রানী (১০), সুব্রত (২), জগদীশ (৩৫), যতি মিম্রয় (১৫), গেন্দা রানী (৫০), কনিকা রানী (৪০), সূমিত্রা রানী (৪৫), আদরী (৫০), পূষ্পা রানী (৫০), প্রতিমা রানী (৫০), সূর্যনাথ বর্মন (১২), হরিকেশর বর্মন (৪৫), নিখিল চন্দ্র (৬০), সুশীল চন্দ্র (৬৫), যুথি রানী (০১), রাজমোহন অধিকারী (৬৫), রূপালী রানী (৩৮), প্রদীপ রায় (৩০) এবং পারুল রানী (৩২) ও প্রতিমা রানী (৩৯)।