
ঢাকা সংবাদদাতা:
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের চর কালীগঞ্জ তৈলঘাট এলাকায় র্যাবের যৌথ অভিযানে জেল পলাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মোঃ রুবেল (৩২) গ্রেফতার হয়েছে। গতকাল ৮ সেপ্টেম্বর ২০২৪ তারিখে র্যাব-১০ এবং র্যাব-৮ এর যৌথ অভিযানে তাকে আটক করা হয়।
এরআগে গত ৬ আগস্ট কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে সহিংসতা, ভাঙচুর এবং কারারক্ষীদের মারধরের ঘটনার সময় পালিয়ে যায় রুবেল। সোমবার পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় র্যাব-১০।
জানা যায়, গত ৬ আগস্ট ২০২৪ তারিখে দেশব্যাপী সহিংসতার প্রেক্ষিতে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে দাঙ্গা শুরু হয়। কারাবন্দিরা অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে কারারক্ষীদের মারধর ও জিম্মি করে পালানোর চেষ্টা করে। এই সময়ে রুবেলসহ বেশ কয়েকজন বন্দি বৈদ্যুতিক পিলার ভেঙে তৈরি করা মইয়ের সাহায্যে কারাগারের বাউন্ডারি পেরিয়ে পালিয়ে যায়। কারা কর্তৃপক্ষের দেওয়া তথ্যমতে, এই ঘটনার ফলে কারাগারে প্রায় ৫০ লক্ষ টাকার ক্ষতি হয় এবং ২৫ জন কারারক্ষী আহত হন। কারা কর্তৃপক্ষ এ বিষয়ে গাজীপুর জেলার কোনাবাড়ী থানায় একটি মামলা দায়ের করে।
গ্রেফতারকৃত রুবেলের বিরুদ্ধে ২০১০ সালে ঢাকার সূত্রাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছিল। আজাদ সিনেমা হলের সামনে মোবাইল চুরির ঘটনায় তিনি ও তার সহযোগীরা শ্বাসরুদ্ধ করে একজনকে হত্যা করে। ২০১৪ সালে এই মামলায় রুবেলসহ তিনজনকে আদালত মৃত্যুদণ্ড প্রদান করেন। তিন আসামির মধ্যে একজন কারাগারে মৃত্যুবরণ করেন এবং অপরজন এখনও কারাগারে আছেন। রুবেল কারাগারে থাকা অবস্থায় সহিংসতার সুযোগ নিয়ে পালিয়ে যান।
গ্রেফতারের পর রুবেলকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।