
কালীগঞ্জ প্রতিনিধি, লালমনিরহাট:
লালমনিরহাটের কালীগঞ্জের কাকিনা উত্তর বাংলা কলেজের সাময়িক বরখাস্ত হওয়া নারী শিক্ষক তাবাসসুম রায়হান আদালতে মামলা করেছেন। গত বৃহস্পতিবার বিকেলে লালমনিরহাটের সহকারী জজ আদালতে কলেজের অধ্যক্ষ আবদুর রউফ সরকারসহ ২৩ জনকে বিবাদী করে মামলাটি করেন তিনি।
তবে আনিত অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত অধ্যক্ষ আব্দুর রউফ সরকার। অভিযোগটিকে তিনি ভিত্তিহীন বলে দাবি করেছেন। শিক্ষিকা তামান্নাকে কলেজের গভর্নিং বডি সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সাময়িক বরখাস্ত করেছে বলে দাবি তার।
এ ছাড়া উত্তর বাংলা কলেজের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নজরুল হক, প্রতিষ্ঠাতা সদস্য মোজাম্মেল হক, জেলা শিক্ষা কর্মকর্তা, রংপুর বিভাগীয় শিক্ষা কর্মকর্তা, দিনাজপুর শিক্ষা বোর্ডের বিদ্যালয় ও কলেজ পরিদর্শক, লালমনিরহাটের ডেপুটি কালেক্টর, জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর মহাপরিচালক প্রমুখকে বিবাদী করা হয়েছে।
মামলার বাদী তাবাসসুম রায়হান বলেন, মামলার শুনানির জন্য আগামী সোমবার দিন ধার্য রয়েছে। ওই দিন সাময়িক বরখাস্ত আদেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা চাওয়া হবে। বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর আইনজীবী আজিজুল ইসলাম।
গত বুধবার লালমনিরহাট শহরের একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনে তাবাসসুম রায়হান অভিযোগ করেন, কাকিনা উত্তর বাংলা কলেজের অধ্যক্ষ আবদুর রউফ সরকার তাঁকে লং ড্রাইভে যাওয়ার প্রস্তাব দিয়েছিলেন। এ প্রস্তাবে রাজি না হওয়ায় তাঁকে কলেজ থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
ওই দিন লিখিত বক্তব্যে তাবাসসুম রায়হান বলেন, 'আবদুর রউফ সরকার ২০২২ সালের মার্চ মাসে আমাকে বলেন, “আমার গাড়ি আছে। আপনি আমার সঙ্গে লং ড্রাইভে যেতে পারেন। আমার গাড়িতে কলেজে আসা-যাওয়া করতে পারেন। আপনার যেকোনো সমস্যা আমাকে বলতে পারেন। তখন আমি আপনাকে কোথায় নিয়ে যাই দেখবেন?” এগুলোর কোনোটিই আমার কাছে নৈতিকভাবে সঠিক মনে না হওয়ায় আমি তা কলেজের যথাযথ কর্তৃপক্ষের কাছে ই-মেইলের মাধ্যমে ও মুঠোফোনে কল করে জানাই। এরপর আমাকে ২০২২ সালের ৭ মে থেকে ১৯ মে পর্যন্ত কলেজে অনুপস্থিত থাকা এবং ক্লাস না নেওয়ার ভিত্তিহীন অভিযোগে কারণ দর্শানোর চিঠি দেওয়া হয়।'