Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / সিলেট / কালের সাক্ষী হয়ে ৯৫ বছর ধরে লাখাইয়ে পূজিত হচ্ছে কালভৈরব - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

কালের সাক্ষী হয়ে ৯৫ বছর ধরে লাখাইয়ে পূজিত হচ্ছে কালভৈরব

March 20, 2023 07:32:48 PM   দেশজুড়ে ডেস্ক
কালের সাক্ষী হয়ে ৯৫ বছর ধরে লাখাইয়ে পূজিত হচ্ছে কালভৈরব

হবিগঞ্জ  প্রতিনিধি:
গ্রামের পাশ দিয়ে বয়ে চলছে এক সময়ের খরস্রোতা ধলেশ্বরী, সুতাং ও কলকলিয়া নদী। গ্রামটি হল সিলেটের পূর্ব দিকের শেষ সীমানা  হবিগঞ্জের লাখাই উপজেলার ১নং লাখাই ইউনিয়ন। খাসিয়া ভাষা থেকে উদ্ভূত  লাখাই নামটির অর্থই হল সিলেটের পূর্বদিকের নিম্নাঞ্চল।

গ্রামের  প্রবীণরা জানান, একসময় প্রমত্তা এসব নদীতে লঞ্চ, স্টিমার চলতো। সেই সময় থেকেই নদীর পাড়ে একটি বটগাছের তলে পূজিত হতো শ্রী শ্রী কালভৈরব। এরপর আস্তে আস্তে ব্রিটিশ শাসনামলেই ২-৩টি গ্রামের মানুষের হাত ধরে গোবিন্দগঞ্জ বাজার নামে একটি বাজারের গোড়াপত্তন হয়। পরবর্তী সময়েই যেটি লাখাই বাজার নামে পরিচিত হয়।

বাজারে মাঝামাঝি গেলেই একটি মন্দির সকলের নজরে আসে। সেখানে গেলেই দেখতে পাওয়া যাবে নিত্যপূজিত শ্রী শ্রী কালভৈরব বিগ্রহ। প্রতিদিনই মন্দিরটিতে পূজা অর্চনা হয়। দূর-দূরান্ত থেকে দর্শনার্থীরা আসেন মন্দিরে। তবে বিশেষ তিথিতে সাড়ম্বরে লাখাই বাজারে পূজিত হয় কালভৈরব। প্রতিবছর ৫ চৈত্র জাঁকজমক ভাবে সনাতন হিন্দু ধর্মাবলম্বীরা লাখাই বাজারে পূজার আয়োজন করেন। স্বর্গীয় নন্দলাল বৈশ্যসাহার হাত ধরে ১৩৩৫বঙ্গাব্দে  বাজারে কাল ভৈরবের বিগ্রহ প্রতিষ্ঠা হয়।

মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আশীষ দাশগুপ্ত জানান, প্রতিবছরের ন্যায় এবার আমরা সাড়ম্বরে লাখাই বাজারে শ্রী শ্রী কালভৈরবের পূজার আয়োজন করেছি। সকাল থেকেই নারী -পুরুষ দলে দলে এসে মন্দিরে শ্রদ্ধার্ঘ  প্রদান করছেন।

স্থানীয় বাসিন্দা সানি চন্দ্র বিশ্বাস জানান, সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য উদাহরণ হিসেবে আবহমানকাল থেকেই আমরা  সনাতন হিন্দু ধর্মাবলম্বীরা লাখাই বাজারে পূজা অর্চনা করে আসছি।

স্থানীয় বাসিন্দা সাখাওয়াত হোসেন জানান, আমরা ছোটকাল থেকেই দেখে আসছি লাখাই বাজারে কালভৈরবের পূজা অনুষ্ঠিত হচ্ছে।সনাতন ধর্মাবলম্বীরা নির্বিঘ্নে তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করছেন।