Date: May 02, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / খুলনা / কলারোয়ায় ৪র্থ পর্যায়ে জমিসহ গৃহ হস্তান্তর উপলক্ষে সংবাদ সম্মেলন - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

কলারোয়ায় ৪র্থ পর্যায়ে জমিসহ গৃহ হস্তান্তর উপলক্ষে সংবাদ সম্মেলন

August 08, 2023 07:24:18 PM   উপজেলা প্রতিনিধি
কলারোয়ায় ৪র্থ পর্যায়ে জমিসহ গৃহ হস্তান্তর উপলক্ষে সংবাদ সম্মেলন

কলারোয়া প্রতিনিধি, সাতক্ষীরা:
কলারোয়ায় মুজিব্বর্ষ উপলক্ষ্যে প্রধানমন্ত্রী কর্তৃক ৪র্থ পর্যায়ের (২য় ধাপে) ভূমিহীন-গৃহহীন পরিবারের নিকট জমিসহ গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন বিষয়ে সাংবাদিকদের সাথে সংবাদ সম্মেলন করেছেন সহকারী কমিশনার ভূমি মোঃ রিফাতুল ইসলাম।

মঙ্গলবার (৮ আগস্ট) বিকাল ৫টায় উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাসের কক্ষে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে উপজেলার সহকারী কমিশনার ভূমি মোঃ রিফাতুল ইসলাম জানান, মুজিববর্ষে “বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না” মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে দেশের সকল ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম চলমান রয়েছে। আগামী ০৯ আগস্ট ২০২৩ তারিখ মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ৪র্থ পর্যায়ের ২য় ধাপে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠান উপজেলাসমূহে সংশ্লিষ্ট এলাকার মাননীয় মন্ত্রী/প্রতিমন্ত্রী/উপমন্ত্রী, সংসদ সদস্য, উপজেলা পরিষদের চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে অনুষ্ঠিত হবে ও খাসজমিসহ গৃহ বরাদ্দপ্রাপ্ত পরিবারের সদস্যগণের উপস্থিতিতে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে উপভোগের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মূল অনুষ্ঠান উপভোগের পূর্বে সকাল ০৮:৩০টা হতে উপজেলাগুলোতে স্থানীয় অনুষ্ঠান আয়োজন করা হবে। গণভবন প্রাপ্ত হতে মূল অনুষ্ঠানটি সকাল ০৯.১৫ মিনিটে শুরু হবে। উৎসবমুখর পরিবেশে এই অনুষ্ঠান আয়োজনের লক্ষ্যে প্রয়োজনীয় সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

এসময় তিনি আরো জানান, মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ -২ প্রকল্পের আয়তাই সারাদেশে জমি ও ঘর নাই (ক শ্রেণির পরিবার) এমন পরিবারকে ২ শতক নিষ্কণ্টক খাসজমি ও একটি মানসম্মত গৃহ প্রদানপূর্বক এই পুনর্বাসন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। উপকারভোগী নির্বাচন, নির্বাচিত উপকারভোগীদের মাঝে খাসজমি বন্দোবস্ত এবং ঘরের গুণগত মান নিশ্চিত করে ইতোমধ্যে সারাদেশে ১ম পর্যায় ২য় পর্যায় ও ৩য় পর্যায়ের ১ম ধাপে গৃহ প্রদান কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে। সারাদেশে ১ম পর্যায়ে ৬৩,৯৯৯টি, ২য় পর্যায়ে ৫৩,০০০টি, ৩য় পর্যায়ে ৬৭,৮০০টি এবং ৪র্থ পর্যায়ের ০২টি ধাপে সর্বমোট ৫৩০৬০টি পরিবারের মধ্যে ১ম ধাপে ৩১.১৫৫ টি সহ- মোট ২,১৬,২৮৪টি ভূমিহীন ও গৃহহীন পরিবার পেয়েছেন ২ শতক করে খাসজনি ও একটি মানসম্মত ঘর।

আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ভূমিহীন ও গৃহহীন পরিবার পুনর্বাসন কার্যক্রমের অংশ হিসাবে কলারোয়া উপজেলায় ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পুনর্বাসনের কার্যক্রম গ্রহণ করা হয়। ইতোমধ্যে উপজেলায় ১ম পর্যায়ে ১০০টি, ২য় পর্যায়ে ৪০টি, ৩য় পর্যায়ের ৮০টি এবং ৪র্থ পর্যায়ের ৯৪ ক্রয়কৃত জমি ৬১টিসহ মোট ৩৭৫টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পুনর্বাসন করা হয়েছে। এ সময় সংবাদ সম্মেলনে উপজেলার মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।