Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / কালিয়াকৈরে ইট প্রস্তুতকারী মালিক সমিতির বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

কালিয়াকৈরে ইট প্রস্তুতকারী মালিক সমিতির বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

March 04, 2025 08:23:56 PM   উপজেলা প্রতিনিধি
কালিয়াকৈরে ইট প্রস্তুতকারী মালিক সমিতির বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় মঙ্গলবার সকালে ইটভাটায় মোবাইল কোর্ট, জরিমানা, ভাঙচুর বন্ধের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধান উপদেষ্টা এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় বরাবর স্মারক লিপি প্রদান করা হয়েছে।

উপজেলা চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে শেষ হয়।

ইট প্রস্তুতকারী মালিক সমিতি সূত্রে জানা যায়, "জিগজাগ ইটভাটায় কোন প্রকার হয়রানি বা মোবাইল কোর্ট করা যাবে না। তা না হলে আমরা ভ্যাট ও ট্যাক্স দেয়া বন্ধ করে দিতে বাধ্য হব। ইট ভাটা বন্ধ করতে হলে সরকারিভাবে আর্থিক ক্ষতিপূরণ দিয়ে বন্ধ করতে হবে। মাটি কাটার জন্য ডিসির প্রত্যয়ন পত্র নেয়ার বিধান বাতিল করতে হবে। পরিবেশগত ছাড়পত্র, ডিসির লাইসেন্স, ফায়ার সার্ভিস লাইসেন্স, ট্রেড লাইসেন্সসহ অন্যান্য কাগজপত্রাদি ইস্যু এবং নবায়নের সময় কেন্দ্রীয় ইট প্রস্তুতকারী মালিক সমিতির প্রত্যয়ন পত্র বাধ্যতামূলক জমা দিতে হবে। ইটভাটাকে শিল্প হিসেবে ঘোষণা দিতে হবে।"

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা ইটভাটা মালিক সমিতির সহ-সভাপতি মেছের আল মাসুদ, যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদ আলম, সাংগঠনিক সম্পাদক কবিরঞ্জন সাহা, কোষাধ্যক্ষ বাদল খান প্রমুখ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আহাম্মেদ জানান, "ইট প্রস্তুতকারী মালিক সমিতির একটি স্মারকলিপি হাতে পেয়েছি। এই স্মারক লিপিটি ঊর্ধ্বতন কর্মকর্তাকে পাঠানো হবে।"