
কালিয়াকৈর (গাজীপুর) সংবাদদাতা:
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় বিএনপির উদ্যোগে জিয়াউর রহমানের রুহের মাগফেরাত, বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে কালিয়াকৈর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে এই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
কালিয়াকৈর উপজেলা বিএনপির সভাপতি মো. হেলাল উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) কাজী সাইয়েদুল আলম বাবুল।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির শ্রম বিষয়ক সহ সম্পাদক হুমায়ুন কবির খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আখতার-উজ্জামান, সাবেক আহ্বায়ক কালিয়াকৈর উপজেলা বিএনপি এবং সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ, সাবেক সভাপতি কালিয়াকৈর উপজেলা বিএনপি।
অনুষ্ঠানে বক্তারা দলের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং সকলের সুস্বাস্থ্য ও কল্যাণ কামনা করেন।