
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:
“নতুন পানিতে সফর এবার” স্লোগানকে সামনে রেখে গাজীপুরের কালিয়াকৈরে উৎসবমুখর পরিবেশে পালিত হলো দৈনিক যুগান্তরের রজতজয়ন্তী। প্রতিষ্ঠার ২৫ বছর পূর্তিতে নানা আয়োজনের মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, যুগান্তর সাহসিকতার সঙ্গে দেশের স্বার্থে দায়িত্ব পালন করে আসছে, যা পত্রিকাটির গ্রহণযোগ্যতা আরও বাড়িয়েছে।
কালিয়াকৈর স্বজন সমাবেশের উদ্যোগে উপজেলার আন্দারমানিক আব্দুল্লাহ মডেল পাবলিক স্কুল মাঠে আয়োজন করা হয় বর্ণাঢ্য অনুষ্ঠানের। কর্মসূচির মধ্যে ছিল কুরআন তিলাওয়াত, র্যালি, আলোচনা সভা, কেক কাটা ও তবারক বিতরণ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউছার আহম্মেদ। স্বজন সদস্য ও শিক্ষক মুফতারী চামেলীর সঞ্চালনায় সভাপতিত্ব করেন স্বজন প্রধান উপদেষ্টা ও দৈনিক যুগান্তরের কালিয়াকৈর প্রতিনিধি সরকার আব্দুল আলীম।
এসময় বক্তব্য রাখেন কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ, কালিয়াকৈর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক কালের কণ্ঠ প্রতিনিধি এম মাহবুব হাসান মেহেদী, আব্দুল্লাহ মডেল পাবলিক স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক শোয়েব মৃধা, প্রধান শিক্ষক আবুল বাসারসহ অন্যান্য বিশিষ্টজনরা।
বক্তারা বলেন, যুগান্তর অতীতের মতো ভবিষ্যতেও সত্যনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে সমাজের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে বলিষ্ঠ ভূমিকা রাখবে। পত্রিকাটি পাঠকের আস্থার প্রতীক হয়ে সমাজ পরিবর্তনে অবদান রেখে চলেছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শওকত আকবর খান, ৫নং ওয়ার্ড সদস্য দেলোয়ার হোসেন, বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি ও স্বজন সদস্যরা।