
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কৃষি খামারিদের মাঝে ১৩টি ঘাস কাটার মেশিন বিনামূল্যে বিতরণ করা হয়েছে। উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের যৌথ উদ্যোগে সোমবার (৩ মার্চ) দুপুরে উপজেলা পানি সম্পদ কার্যালয়ে এই মেশিন বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউসার আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মো. মিজানুর রহমান, ভেটেরিনারি সার্জন ডাঃ মামুনুর রহমান, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক আমার দেশ পত্রিকার উপজেলা প্রতিনিধি আব্দুল আলিম অভি প্রমুখ।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মিজানুর রহমান বলেন, আধুনিক কৃষি ব্যবস্থার উন্নয়নে ঘাস কাটার মেশিন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে গবাদি পশুর খাদ্য সংগ্রহ প্রক্রিয়া সহজতর হবে, এবং কৃষকরা এই প্রযুক্তির মাধ্যমে আরও উপকৃত হবেন।