
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সূত্রাপুর ইউনিয়নের উত্তর গজারিয়া এলাকায় রবিবার সন্ধ্যায় দ্বিতীয় শ্রেণীর এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী শিক্ষার্থী উত্তর গজারিয়া এলাকার বাসিন্দা (৭), সে স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী। অভিযুক্ত ব্যক্তি উত্তর গজারিয়া এলাকার মৃত অমিল্য চন্দ্র মনিদাসের ছেলে হরেন্দ্র চন্দ্র মনিদাস (৩৫)।
স্থানীয়দের সূত্রে জানা গেছে, রবিবার ছিল সনাতন ধর্মাবলম্বীদের সরস্বতী পূজার দিন। এদিন প্রতিবেশী কাকা হরেন্দ্র চন্দ্র মনিদাস শিশুটিকে সরস্বতী পূজা দেখানোর কথা বলে বাড়ি থেকে নিয়ে যায়। কিছুক্ষণ পর শিশুটির মেঝো বোন সিনথিয়া মনিদাস তাকে খুঁজতে গিয়ে হরেন্দ্র চন্দ্রের বাড়ির টয়লেট বন্ধ পেয়ে সন্দেহ করেন। দীর্ঘ সময় টয়লেট বন্ধ থাকার কারণে তিনি ডাকাডাকি করেন, কিন্তু হরেন্দ্র জানায়, সে ঠাকুরবাড়িতে আছে। সিনথিয়ার ধাক্কাধাক্কির একপর্যায়ে দরজা খুলে গেলে শিশুটিকে উদ্ধার করা হয়।
পরিবারের সদস্যরা দ্রুত শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন।
মঙ্গলবার দুপুরে কালিয়াকৈর থানা পুলিশ শিশুটিকে উদ্ধার করে। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিয়াদ মাহমুদ জানান, শিশুটিকে উদ্ধার করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।