
বিশেষ প্রতিবেদক:
রাজস্থানের আজমীর শরীফে গরীবে নেওযাজ খাজাবাবা হযরত মঈনুদ্দিন চিশতী (র.)'র রওজা মোবারক জিয়ারত করেছেন কালিয়াকৈর প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক দেশেরপত্রের বিশেষ প্রতিনিধি আইয়ুব রানা। গত ২৭ জুলাই ভারতের রাজস্থানে অবিস্থত আজমীর শরীফে গরীবে নেওয়াজ খাজাবাবা হযরত মঈনুদ্দিন চিশতী (র:)'র রওজা মোবারক জিয়ারত করেন তিনি। এসময় তাঁর সাথে ছিলেন শুভেচ্ছা হাসপাতালের এমডি আহাদুল ইসলাম খান কাকন ও চট্টগ্রামের বিশিষ্ট ব্যবসায়ী মিজানুর রহমান। তারা রওজা মোবারকে দরুদ, ফাতেহা পাঠ, ফুলেল শুভেচ্ছা ও গিলাফ নাজরানা প্রদান করে জিয়ারত করেন। সকাল ১১টায় আইয়ুব রানা ও আহাদুল ইসলাম খানকে মাজার শরীফের পক্ষ থেকে দোয়া স্বরূপ পাগড়ী দান করা হয়। পাগড়ী পড়িয়ে দেন রওজা শরীফের অন্যতম খাদেম হাজী এসএম নাসির উদ্দিন চিশতী। শেষে খাদেম সাহেব দৈনিক দেশেরপত্রসহ সকলের মঙ্গলের জন্য মোনাজাত করেন।