
কেশবপুর (যশোর) প্রতিনিধি:
যশোরের কেশবপুরে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। বুধবার (৭ মে) রাত ১১টার দিকে যশোর-সাতক্ষীরা সড়কের আলতাপোল তালতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন কেশবপুর শহরের খ্রিস্টান মিশন সংলগ্ন সাহাপাড়ার নিতাই সিংহের ছেলে জোহন সিংহ ও প্রদীপ সরকারের ছেলে সুভাষ সরকার।
এলাকাবাসী জানায়, তারা এক আত্মীয়ের মৃতদেহ দাফনের কাজ শেষে কপিলমুনি থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। তালতলা এলাকায় পৌঁছালে যশোর থেকে ছেড়ে আসা একটি ট্রাকের সাথে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
খবর পেয়ে কেশবপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি নং-১০) হয়েছে।