
গাজীপুর প্রতিনিধি:
গত ৬ আগস্ট ২০২৪ খ্রিস্টাব্দে গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে পালানো হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুর্ধর্ষ সন্ত্রাসী সোহাগ হাওলাদারকে যৌথ অভিযানে র্যাব ঢাকার কেরানীগঞ্জ এলাকা থেকে গ্রেফতার করেছে।
৬ আগস্ট সকাল আনুমানিক ৮:৪৫ ঘটিকায় দেশজুড়ে সহিংসতার আবহে কাশিমপুর কারাগারের কয়েদিরা দাঙ্গা শুরু করে এবং কারারক্ষীদের জিম্মি করার চেষ্টা চালায়। এই পরিস্থিতির সুযোগ নিয়ে সোহাগ হাওলাদার (কয়েদী নং-৩৩৪০/এ), যিনি হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত, অন্যান্য বন্দিদের সাথে বৈদ্যুতিক পিলার ভেঙে তৈরি করা মই দিয়ে কারাগারের পশ্চিম দিক থেকে পালিয়ে যায়।
এই ঘটনার পর কারা কর্তৃপক্ষ একটি মামলা দায়ের করলে, র্যাব ছায়াতদন্ত শুরু করে।
পরবর্তীতে, ১৮ সেপ্টেম্বর ২০২৪ তারিখে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১ ও র্যাব-১০ এর যৌথ অভিযানে জানা যায় যে, সোহাগ হাওলাদার ঢাকা জেলার কেরানীগঞ্জ থানার হাসনাবাদ এলাকায় আত্মগোপনে আছেন। রাত আনুমানিক ১০:৩৫ ঘটিকায় অভিযান পরিচালনা করে র্যাব সোহাগ হাওলাদারকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত সোহাগ হাওলাদারকে আইনি প্রক্রিয়ার জন্য গাজীপুরের কোনাবাড়ী থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।