Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / কাশিমপুরে ধারালো অস্ত্রে আঘাতে হিজলা সম্প্রদায়ের ৩ জন আহত - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

কাশিমপুরে ধারালো অস্ত্রে আঘাতে হিজলা সম্প্রদায়ের ৩ জন আহত

June 01, 2023 12:20:17 AM   জেলা প্রতিনিধি
কাশিমপুরে ধারালো অস্ত্রে আঘাতে হিজলা সম্প্রদায়ের ৩ জন আহত

গাজীপুর মহানগরের কাশিমপুর থানা এলাকায় ধারালো অস্ত্রের আঘাতে হিজড়া সম্প্রদায়ের ৩ জন আহতের অভিযোগ উঠেছে। বুধবার সন্ধ্যায় কাশিমপুর থানা এলাকার ৩নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহতদের মধ্যে নাহিদুল ইসলাম ওরফে নীলিমা( তৃতীয় লিঙ্গ) রক্তাক্ত অবস্থায় কাশিমপুর থানায় হাজির হয়ে হিজলা সম্প্রদায়ের ৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। আহতরা হলেন- নীলামা(২৫), কেয়া(২৬) ও কলি।

অভিযুক্ত সকলেই হিজলা সম্প্রদায়ের। তারা হলেন- জসিম ওরফে জিয়াসমিন(৪০), ফেরদৌস ওরফে (৩৬), মহিদুল ওরফে সুমি(৪৫) ও জোনাকি(৩৫)। অভিযুক্তরা ৩নং ওয়ার্ডের বাসা ভাড়া নিয়ে বসবাস করে। 

অভিযোগ সূত্রে জানা যায়, দলনেতা ১নং অভিযুক্ত জসিম ওরফে জিয়াসমিন কাশিমপুর থানায় এলাকায় বসবাসরত হিজড়াদের থেকে জোড়পূর্বক টাকা আদায়সহ অত্যাচার করে আসছিল। দলনেতা জসিমের এমন অন্যায়ের প্রতিবাদ ও তার দলে কাজ করার অনীহা প্রকাশ  করলে, অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে বিবাদীদের উপর লোহার রড ও ধারালো চাকু দিয়ে তাদের উপর আক্রমণ করে। এতে বিবাদীদের শরীরে বিভিন্নস্থানে গুরুতর রক্তাক্ত কাটা জখম হয়। এসময় অভিযোগকারী নীলিমার কানে থাকা স্বর্ণের দুল ও মোবাইল ছিনিয়ে নেয় আক্রমনকারীদের একজন।

থানায় অভিযোগ দায়ের ঘন্টাখানিকের মধ্যে  কাশিমপুর থানার অফিসার ইনচার্জ মোঃ রাফিউল ইসলাম রাফির সাথে এ বিষয়ে যোগাযোগ করা হলে তিনি এখনো অবগত নন বলে এ প্রতিবেদকে জানান।

এলাকাবাসী জানান, কাশিমপুর থানা এলাকায় হিজলা সম্প্রদায়ের দুই গ্রপের মধ্যে চাঁদার টাকা উত্তলণ নিয়ে দীর্ঘদিন যাবত পারস্পরিক শত্রুতা চলমান ছিল।