Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / কিশোরগঞ্জে অটোরিকশার ধাক্কায় তরুণী নিহত - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

কিশোরগঞ্জে অটোরিকশার ধাক্কায় তরুণী নিহত

April 15, 2025 07:39:43 PM   উপজেলা প্রতিনিধি
কিশোরগঞ্জে অটোরিকশার ধাক্কায় তরুণী নিহত

কিশোরগঞ্জ শহরের শোলাকিয়া বনানী মোড়ে একটি বেপরোয়া ব্যাটারিচালিত অটোর ধাক্কায় উর্মি (১৮) নামে এক তরুণী নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৫ এপ্রিল) সকালে সেলাই কাজ শেখার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়েছিলেন উর্মি। পথে দ্রুতগতির একটি ব্যাটারিচালিত অটোর ধাক্কায় তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান।

নিহত উর্মির পরিবার জানিয়েছে, সে স্বপ্ন দেখতো সেলাই শিখে পরিবারের অভাব ঘোচাবে এবং ঘরে আর্থিক সাপোর্ট দেবে। কিন্তু একটি অনিয়ন্ত্রিত যানবাহনের কারণে সেই স্বপ্নের করুণ পরিণতি হয়েছে।

এলাকাবাসী ও জেলা সচেতন নাগরিক সমাজ মনে করছেন, ব্যাটারিচালিত অটোচালকদের ড্রাইভিং লাইসেন্স না থাকা এবং যানবাহনের অনিয়ন্ত্রিত চলাচলের কারণেই এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা ঘটছে। তারা অভিযোগ করেন, এসব বিষয়ে প্রশাসন ও অটো রিকশা মালিক সমিতি কার্যত নীরব থেকেছে।

ঘটনার পর অটো রিকশা মালিক সমিতির পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি, যা নিয়ে জনমনে ব্যাপক ক্ষোভ বিরাজ করছে।

নিহতের পরিবার জানিয়েছে, তারা কোনো আইনি ব্যবস্থা নেবেন না। তবে সচেতন নাগরিক সমাজ দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ ও অবৈধভাবে অটোচালনা বন্ধে প্রশাসনের জোরালো ভূমিকা কামনা করেছেন।

এ বিষয়ে জানতে চাইলে কিশোরগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল্লাহ আল মামুন জানান, দোষী অটোচালককে শনাক্ত করে আটকের চেষ্টা চলছে।