Date: May 02, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / কিশোরগঞ্জে বর্ণিল সাজে এইম স্কুল এন্ড কলেজের বাহারি পিঠা উৎসব - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

কিশোরগঞ্জে বর্ণিল সাজে এইম স্কুল এন্ড কলেজের বাহারি পিঠা উৎসব

February 18, 2025 06:41:24 PM   উপজেলা প্রতিনিধি
কিশোরগঞ্জে বর্ণিল সাজে এইম স্কুল এন্ড কলেজের বাহারি পিঠা উৎসব

রকি হাসান:
“হিম কুয়াশার কলরবে-মাতবো পিঠা উৎসবে” শিরোনামে কিশোরগঞ্জের এইম স্কুল এন্ড কলেজে বর্ণিল আয়োজনে পিঠা উৎসব ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের আয়োজনে কিশোরগঞ্জ প্রেসক্লাবে এই পিঠা উৎসব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক একে নাসিম খান।

বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিচালক মদন গোবিন্দ দাসের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ প্রেসক্লাবের সহসম্পাদক সাংবাদিক মনিরুজ্জামান চৌধুরী সোহেল, জাতীয় সাংবাদিক সংস্থা কিশোরগঞ্জ জেলা ইউনিটের সভাপতি সাংবাদিক শফিক কবীর, সাধারণ সম্পাদক সাংবাদিক ফারুকুজ্জামান।

অনুষ্ঠানে সহকারী শিক্ষক সাইফুল ইসলাম এর সঞ্চালনায় কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা পরিচালক ও প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম রিপন, শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা পরিচালক পলাশ চন্দ্র দাস। এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সকল শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও শহরের বিশিষ্ট ব্যক্তিবর্গ।

উদ্বোধনের পর প্রধান অতিথি ও বিশেষ অতিথিগণ শিক্ষার্থীদের হাতে তৈরি পিঠার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। পরে, ১৫ ফেব্রুয়ারী কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে অনুষ্ঠিত এইম স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে বিজয়ী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

পিঠা উৎসবে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা বর্ণিল সাজে সজ্জিত ১৫টি স্টলে বাহারি গ্রামবাংলার ঐতিহ্যবাহী পিঠা প্রদর্শন ও বিক্রি করে। এই আয়োজনকে ঘিরে সকাল থেকে বিকেল পর্যন্ত উৎসবমুখর পরিবেশে পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন আয়োজনে মুখরিত ছিল প্রেসক্লাব প্রাঙ্গণের উৎসবস্থল।