
কুষ্টিয়ার দৌলতপুরে অভিযান চালিয়েছে একটি শুটারগানসহ আসাদুল নাকে এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ। এ সময় একজন পালিয়ে গেছে।
এ সময় তার কাছ থেকে দুই রাউন্ড কার্তুজ, ১টি চাইনিজ কুড়াল, রেজি. বিহীন মোটরসাইকেল উদ্ধার করা হয়।
সোমবার রাত সাড়ে ৯টার দিকে দৌলতপুর উপজেলা মোড়ে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় মিজানুর রহমান মিজান (৪০) নামে অপর একজন আসামি কৌশলে পালিয়ে যায়।
এ বিষয়ে এসআই অনুপ কুমার সরকার বলেন, আমাদের কুষ্টিয়া জেলা পুলিশ সুপার স্যারের ঘোষিত নির্দেশ অনুযায়ী কোন অপরাধীকে ছাড় দেওয়া হবে না। কুষ্টিয়া জেলাকে মাদকমুক্ত রাখতে ও অস্ত্র ব্যবসায়ীদের প্রতিরোধ করার লক্ষ্যে এমন অভিযান অব্যাহত থাকবে।