Date: May 02, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / খুলনা / কুষ্টিয়ায় অস্ত্রের মুখে বাসে ডাকাতি, চালক আহত - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

কুষ্টিয়ায় অস্ত্রের মুখে বাসে ডাকাতি, চালক আহত

March 22, 2025 08:45:16 PM   অনলাইন ডেস্ক
কুষ্টিয়ায় অস্ত্রের মুখে বাসে ডাকাতি, চালক আহত

ভেড়ামারা প্রতিনিধি:
কুষ্টিয়ার মিরপুরে সড়কে গাছ ফেলে ও ট্রাক আড়াআড়ি করে বাস থামিয়ে ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার (২২ মার্চ) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার ভাঙ্গা বটতলা এলাকায় কুষ্টিয়া-মেহেরপুর সড়কে এ ডাকাতির ঘটনা ঘটে।

ডাকাতদল অস্ত্রের মুখে যাত্রীদের জিম্মি করে নগদ টাকা লুট করে নেয়। এসময় ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে এসবি সুপার ডিলাক্স পরিবহনের বাসচালক আমজাদ হোসেন আহত হন। তিনি বর্তমানে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

বাসচালক আমজাদ হোসেন জানান, শুক্রবার রাত ১০টা ৪৫ মিনিটে ঢাকা থেকে মেহেরপুরের উদ্দেশে বাস ছাড়ে। রাত সাড়ে তিনটার দিকে কুষ্টিয়ায় পৌঁছে সাহরি খেয়ে আবার রওনা হন। সে সময় বাসে ৫ জন যাত্রী ও ৪ জন স্টাফসহ মোট ৯ জন ছিলেন। রাত আনুমানিক সাড়ে ৪টার দিকে ভাঙ্গা বটতলা এলাকায় সড়কে ট্রাক ও গাছ ফেলে ব্যারিকেড সৃষ্টি করে ১০-১৫ জনের সংঘবদ্ধ ডাকাত দল বাস থামিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে যাত্রীদের কাছ থেকে নগদ টাকা লুট করে।

তিনি আরও বলেন, "বাস ব্যাক করার চেষ্টা করলে ডাকাতরা চারপাশ থেকে ঘিরে ফেলে এবং ধারালো অস্ত্র দিয়ে বাসে কোপাতে থাকে। দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে তারা যাত্রীদের প্রায় দুই লাখ টাকা লুট করে নেয়, তবে মোবাইল নেয়নি। মুখোশধারী ডাকাতরা আমাদের মারধর করে এবং আমাকে হাতে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে।"

কুষ্টিয়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মাহাবুল আলম জানান, "ডাকাতরা রাস্তায় ট্রাক ও গাছ ফেলে ব্যারিকেড দিয়ে বাস থামিয়ে চালককে আঘাত করেছে ও নগদ টাকা লুট করেছে। দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।"

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম জানান, "বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।"