কুষ্টিয়ার সদর উপজেলার বটতৈল ইউনিয়নের বেপারীপাড়ায় নিজ বাড়িতে রাজ্জাক(৩৫) নামের এক বেকারি ডেলিভারিম্যানের অর্ধ গলিত ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৯ আগষ্ট) রাত সাড়ে ৮টায় মৃতদেহটি উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত রাজ্জাক বটতৈল ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের বেপারীপাড়া এলাকার নুরুল শেখের ছেলে। বিভিন্ন বেকারি প্রতিষ্ঠানের বিস্কুট দোকানে দোকানে ডেলিভারিম্যানের কাজ করতেন রাজ্জাক। কিছুদিন আগের রাজ্জাকের স্ত্রী প্রবাসে পাড়ি জমান। আজ সন্ধ্যার দিকে চরম দুর্গন্ধ ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন এসে নিজ ঘরের মধ্যে ঝুলন্ত অবস্থায় রাজ্জাককে দেখতে পায়। পরে খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে
কুষ্টিয়ার জগতি পুলিশ ফাঁড়ি ক্যাম্পের এএসআই কামরুজ্জামান বলেন, নিহত রাজ্জাক নিজ ঘরের আড়ার সাথে গলায় দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় ছিল। তার পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিন থেকে চারদিন আগে এ মৃত্যুর ঘটনা ঘটেছে।
নিহতের মরদেহ অর্ধগলিত অবস্থায় উদ্ধার করে পুলিশ। আত্মহত্যা কিনা ময়নাতদন্তের পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।