Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রাজশাহী / কাহালুতে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও অফিস সহকারীদের নিয়ে কর্মশালা - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে স...

কাহালুতে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও অফিস সহকারীদের নিয়ে কর্মশালা

November 13, 2024 06:52:20 PM   উপজেলা প্রতিনিধি
কাহালুতে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও অফিস সহকারীদের নিয়ে কর্মশালা

বগুড়া সংবাদদাতা:
বগুড়ার কাহালু উপজেলা প্রশাসনের আয়োজনে মাধ্যমিক পর্যায়ের ৬০টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও অফিস সহকারিদের সমন্বয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়। গত মঙ্গলবার উপজেলা পরিষদ অডিটোরিয়ামে কর্মশালার উদ্দেশ্য ছিল শিক্ষার মান উন্নয়ন, আয়-ব্যয় নিরূপণ, এবং সঠিক নোট লিখনের দক্ষতা বৃদ্ধি। কর্মশালায় সভাপতিত্ব করেন কাহালু উপজেলা নির্বাহী অফিসার মোছা. মেরিনা আফরোজ। এছাড়া উপস্থিত ছিলেন কাহালু উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. রুহুল আমিন, কাহালু সিদ্দিকীয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার অধ্যক্ষ এ বি এম হাফিজুর রহমান, মুরইল ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল মান্নান সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও অফিস সহকারীবৃন্দ। এই কর্মশালার মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানের প্রশাসনিক কার্যক্রম আরও উন্নত হবে বলে অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেছেন।