Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / কিশোরগঞ্জে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকীতে অর্ধশতাধিক পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যে...

কিশোরগঞ্জে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকীতে অর্ধশতাধিক পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ

August 17, 2022 03:25:32 AM  
কিশোরগঞ্জে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকীতে অর্ধশতাধিক পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ

কিশোরগঞ্জ প্রতিনিধি:
বঙ্গবন্ধুর ৪৭তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ঢেউটিন বিতরণ করা হয়েছে। করিমগঞ্জের নিয়ামতপুরের গুলচত্তর, বালিখলা রোড সংলগ্ন স্থানে আলহাজ্জ্ব এরশাদ উদ্দিন মানব কল্যাণ ফাউন্ডেশানের উদ্যোগে সোমবার বিকেলে প্রবীণ শিক্ষক সামসুদ্দিন মাষ্টারের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

করিমগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাহফুজুর রহমান পল্টুর সঞ্চালনায় করিমগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবীর স্বপন ভান্ডারী, সাধারণ সম্পাদক রবিউল আওয়াল, সাংগঠনিক সম্পাদক মো. আবুল কালাম, ওমর ফারুক, দপ্তর সম্পাদক মো. শহিদুল্লাহ, ধর্ম বিষয়ক সম্পাদক মো: শিপন মিয়া, প্রচার সম্পাদক আ. কদ্দুস, ছাত্রলীগ নেতা সাইদ প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ হাজারো জনতা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা ও দোয়া মাহফিল শেষে অর্ধশতাধিক বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে এক বান করে ঢেউটিন প্রদান করা হয়। অসহায় পরিবারের সদস্যরা এক বান করে ঢেউটিন পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন।

আলহাজ্জ্ব এরশাদ উদ্দিন মানব কল্যাণ ফাউন্ডেশানের প্রতিষ্ঠাতা এরশাদ উদ্দিন তার বক্তব্যে বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে আমাদের এই বাংলাদেশ হতো না। ঘাতকেরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করেই ক্ষান্ত থাকেনি শিশু বাচ্চা শেখ রাসেলকেও হত্যা করে। ১৫ আগষ্ট জাতির জন্য কলঙ্কজনক অধ্যায়। বঙ্গবন্ধুর ইতিহাস অল্প সময়ে বর্ণনা করে শেষ করা মহান নেতা ফিদেল কাস্ত্রো বঙ্গবন্ধু সর্ম্পকে বলেছিলেন সহজভাবে আমি হিমালয়কে দেখিনি, কিন্তু শেখ মুজিবকে দেখিছি। ব্যক্তিত্ব ও সাহসিকতায় এই মানুষটি হিমালয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদদের আত্নার মাগফেরাত কামনায় পাশাপশি দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু মধ্যদিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়।