
কুড়িগ্রামে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
মঙ্গলবার (১৮ মার্চ) কুড়িগ্রাম পৌর শহরের হাসপাতাল পাড়া এলাকায় এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মো. মোস্তাফিজুর রহমান, সদস্য সচিব আলহাজ সোহেল হুসনাইন কায়কোবাদ, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, জেলা বিএনপির সদস্য মো. আজিজুল হক, আবু হানিফ বিপ্লব, মো. হেলাল আমিন, মহিউদ্দিন জাহাঙ্গীর বিপ্লবসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা করেন এবং বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দেশের মানুষের অধিকার ও কল্যাণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।