
খাগড়াছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় নিখোঁজ হওয়ার একদিন পর শিশুর লাশ উদ্ধার করা হয়েছে শ্মশানের পাশে পাহাড়ের ঢালুতে।
স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব জুরগাছড়ি এলাকার অংচাই মারমার ছেলে বাবু মারমা (১২) রোববার বিকেলে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পরও কোথাও তার হদিস পাওয়া যাচ্ছিল না। পরদিন সোমবার সন্ধ্যায় স্বজনরা আবারও পার্শ্ববর্তী পাড়া ও জঙ্গলে খোঁজ করতে বের হন। বাড়ি থেকে আনুমানিক এক কিলোমিটার দূরে শ্মশানের পাশে পাহাড়ের ঢালুতে বাবু মারমার লাশ দেখতে পান তারা। পরে পুলিশে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত শুরু করা হয়।
লক্ষ্মীছড়ি থানার অফিসার ইনচার্জ মু. খালেদ হোসেন জানান, ঘটনাটি জানার পর তিনি ঘটনাস্থলে গিয়ে এর সত্যতা পান। বিস্তারিত জানতে চাইলে তিনি বলেন, রোববার বিকেলে কোনো এক সময় বাবু মারমা বাড়ি থেকে বের হয়ে যান এবং আর ফিরে আসেননি। আত্মীয়-স্বজনরা অনেক খোঁজাখুঁজির পর আজ রাত পৌনে ৮টার দিকে লাশ দেখতে পেয়ে খবর দেন। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই।
স্থানীয় বাসিন্দা রোপন চাকমা জানান, বাবু মারমার বয়সে ছোট মামাতো ভাই অভি মারমারের সাথে ঝগড়া হয়, এর পরই সে বাড়ি থেকে বের হয়ে যায়। স্থানীয়দের ধারণা, শিশুটি কোনো বিষাক্ত জাতীয় কিছু খেয়ে আত্মহত্যা করেছে, তবে এর বাইরে অন্য কোনো ঘটনা জানা যায়নি।