
পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি:
লালমনিরহাটের পাটগ্রামে আবাদী জমির খেত নষ্ট করার অভিযোগে দুই পক্ষ পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছে।
সোমবার (৩০ ডিসেম্বর) বিকেলে পাটগ্রাম পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আশরাফ আলী প্রথম সংবাদ সম্মেলন করেন। তিনি অভিযোগ করেন, জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে তার আপন ভগ্নিপতি আশরাফুল আলম সিদ্দিকী গত ২৯ ডিসেম্বর গভীর রাতে তার ৩০ শতক আবাদী জমির খেত নষ্ট করে দিয়েছেন। তিনি এ ঘটনার জন্য থানায় মামলা করার প্রস্তুতির কথাও জানান।
পরদিন মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকালে পাটগ্রাম ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আশরাফুল আলম সিদ্দিকী পাল্টা সংবাদ সম্মেলনে এসব অভিযোগকে মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেন। তিনি বলেন, “আমার স্ত্রীকে তার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করতে আমার শ্যালকেরা মিথ্যা অভিযোগ করছে। আমি কখনো খেত নষ্ট করিনি। যদি আমার বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত না হয়, তবে আমি মানহানির মামলা করব।”
উভয় পক্ষের সংবাদ সম্মেলনে স্থানীয় বেশ কয়েকজন প্রতিবেশী উপস্থিত ছিলেন। ঘটনাটি নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটনের দাবি জানিয়েছেন এলাকাবাসী।