Date: May 03, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / খানসামায় ভুট্টা ক্ষেত থেকে নারীর লাশ উদ্ধার - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

খানসামায় ভুট্টা ক্ষেত থেকে নারীর লাশ উদ্ধার

January 07, 2025 07:37:07 PM   উপজেলা প্রতিনিধি
খানসামায় ভুট্টা ক্ষেত থেকে নারীর লাশ উদ্ধার

খানসামা প্রতিনিধি, দিনাজপুর:
দিনাজপুর জেলার খানসামা উপজেলার ৬ নম্বর গোয়ালডিহ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইলিয়াস হাজী পাড়ার পূর্ব পাশে শরিফুল ইসলাম (বাইদুল) এর ভুট্টা ক্ষেতে এক মহিলার মৃতদেহ উদ্ধার হয়েছে। নিহত মহিলার নাম আনিসা, তিনি ৬ নম্বর গোয়ালডিহ ইউনিয়নের ইলিয়াস হাজী পাড়ার মৃত আলমের মেয়ে।

পুলিশ জানায়, ৯৯৯ নম্বরে খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করা হয়। আনিসা কিছু মাস ধরে তার বাবার বাসায় বসবাস করছিলেন। তার স্বামী শ্বশুরবাড়ি থেকে বিশ হাজার টাকা চুরি করে নিয়ে যাওয়ার পর লজ্জায় শ্বশুরবাড়িতে আসতেন না, তবে স্ত্রীর সাথে নিয়মিত যোগাযোগ রেখেছিলেন।

মৃতের চাচা মঞ্জুরুল ইসলাম অভিযোগ করেছেন, আমাদের মেয়ে পরিকল্পিতভাবে হত্যার শিকার হয়েছে। গতকাল সন্ধ্যায় আমাদের জামাই তাকে তার বাসায় নিয়ে যায়। আমরা এই হত্যার বিচার চাই।

খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমূল হক জানান, মৃত আনিসার শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তার স্বামী পলাতক রয়েছে এবং তাকে গ্রেফতারের জন্য অভিযান চলছে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।