পটুয়াখালীর মহিপুরে বিএনপির এক কর্মী সভায় আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন এক অনন্য কিশোরী। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মতো সাজে উপস্থিত হয়ে মুনতাহা ভদ্র মুহূর্তের মধ্যে সভাস্থলকে উৎসুক জনতার ভিড়ে ভরিয়ে দেন।
ঘটনাটি ঘটে বুধবার (২২ অক্টোবর) বিকেলে মহিপুর থানা বিএনপির উদ্যোগে ১নং ওয়ার্ডের ভদ্রবাড়ি মাদ্রাসা মাঠে আয়োজিত কর্মী সভায়। কিশোরী মুনতাহা হলো মহিপুর ইউনিয়ন যুবদল নেতা মোজাম্মেল ভদ্রের মেয়ে। সভাস্থলে তার খালেদা জিয়াকে অনুকরণ করে সাজসজ্জা এবং উপস্থিতি দেখে চারপাশে কৌতূহল সৃষ্টি হয়। স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ মুহূর্তের মধ্যেই তার সঙ্গে ছবি, সেলফি ও ভিডিও তুলতে ব্যস্ত হয়ে পড়েন।
মুনতাহা ভদ্র জানান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া তার প্রিয় নেতা। খালেদা জিয়ার মতো সাজতে পেরে তিনি অত্যন্ত খুশি এবং এটি তার জন্য একটি আনন্দের মুহূর্ত ছিল।
সভায় উপস্থিত ছিলেন মহিপুর থানা বিএনপির সভাপতি জলিল হাওলাদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহজাহান পারভেজ, মহিপুর সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মিজানুর রহমান হাওলাদার ও সাধারণ সম্পাদক সজিব হাওলাদার। এছাড়াও যুবদল সভাপতি মনির মুসুল্লী, সাধারণ সম্পাদক আলম সন্যমত, সিনিয়র সহ-সভাপতি রিপন মুসুল্লীসহ অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা সভায় অংশগ্রহণ করেন।
মুনতাহার উপস্থিতি এবং খালেদা জিয়ার অনুকরণে সাজসজ্জা পুরো সভাস্থলে আনন্দ ও কৌতূহলের পরিবেশ সৃষ্টি করেছিল।