Date: October 25, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ময়মনসিংহ / শেরপুরে হেযবুত তওহীদের কৃষক সমাবেশ অনুষ্ঠিত - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

শেরপুরে হেযবুত তওহীদের কৃষক সমাবেশ অনুষ্ঠিত

October 23, 2025 08:29:02 PM   অনলাইন ডেস্ক
শেরপুরে হেযবুত তওহীদের কৃষক সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:
“বাঁচলে কৃষক, বাঁচবে দেশ” এই শ্লোগানকে সামনে রেখে শেরপুর সদর উপজেলায় হেযবুত তওহীদ কর্তৃক আয়োজিত কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেল ৩টায় শেরপুর সদর উপজেলার যোগনিমোড়া গ্রামে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন হেযবুত তওহীদের শেরপুর জেলা কৃষি বিষয়ক সম্পাদক আতাউর কবির এনামুল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হেযবুত তওহীদের ময়মনসিংহ বিভাগীয় কৃষি বিষয়ক সম্পাদক আতাউর রহমান।

IMG-20251023-WA0018

তিনি বলেন, “কৃষকই দেশের প্রাণ। কৃষকের ঘাম ও শ্রম ছাড়া রাষ্ট্রের অস্তিত্ব টিকিয়ে রাখা সম্ভব নয়। তাই কৃষককে বাঁচাতে হলে সঠিক নীতিমালা, ন্যায্যমূল্য নিশ্চিতকরণ এবং আধুনিক কৃষি প্রযুক্তির প্রসার ঘটাতে হবে। কৃষিকে কেন্দ্র করে রাষ্ট্রীয় পরিকল্পনা সাজাতে হবে। কারণ কৃষক বাঁচলে দেশ বাঁচবে, জাতি বাঁচবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেযবুত তওহীদের শেরপুর জেলা সাধারণ সম্পাদক মোঃ সুমন এবং জেলা হেযবুত তওহীদের প্রবীণ সদস্য সরোয়ার আলম।

অনুষ্ঠানে স্থানীয় প্রায় শতাধিক কৃষক উপস্থিত ছিলেন। হেযবুত তওহীদের পক্ষ থেকে কৃষকদের মাঝে বিনামূল্যে সবজি বীজ বিতরণ করা হয়। বক্তারা কৃষকদের সমস্যা তুলে ধরে তাদের সমাধানের পথ খুঁজতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হেযবুত তওহীদ যোগনিমোড়া ইউনিট সভাপতি নুর ইসলাম।