Date: May 02, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / গাইবান্ধায় অগ্নিকাণ্ডে ১০ লক্ষাধিক টাকার ক্ষতিসাধন - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

গাইবান্ধায় অগ্নিকাণ্ডে ১০ লক্ষাধিক টাকার ক্ষতিসাধন

January 23, 2025 08:39:55 PM   অনলাইন ডেস্ক
গাইবান্ধায় অগ্নিকাণ্ডে ১০ লক্ষাধিক টাকার ক্ষতিসাধন

গাইবান্ধা সংবাদদাতা:
গাইবান্ধা সদর উপজেলার তুলসীঘাট বাজারের কাজী মার্কেটের নিচ তলায় আগুন লাগার ঘটনা ঘেটেছে। গত মঙ্গলবার গভীর রাতে ২টি কাপড়ের দোকানে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষতিসাধন হয়েছে।

জানা গেছে, মঙ্গলবার গভীর রাতে তুলসীঘাট বাজারের কাজী মার্কেটের নিচ তলায় সাদিয়া ফ্যাশনে বিদ্যুতের সটসার্কিট থেকে এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এসময় পার্শ্ববর্তী রাহিম ফ্যাশনেও দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় লোকজন অগ্নিকাণ্ডের বিষয়টি বুঝতে পেরে ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের একটি দল ঘটনাস্থলে গিয়ে ব্যাপক চেষ্টার ফলে আগুন নিয়ন্ত্রনে আনেন।

এব্যাপারে গাইবান্ধা ফায়ার সার্ভিসের ফায়ার অফিসার মো. নাছিম রেজা জানান, আগুন লাগার খবর পেয়ে ২টি ইউনিটের ১৪ জন সদস্য ঘটনাস্থলে গিয়ে দ্রুত আগুন নেভাতে সক্ষম হয়। এই অগ্নিকাণ্ডে রাহিম ফ্যাশনের প্রায় ৬ লাখ ও সাদিয়া ফ্যাশনের ৪ লাখ টাকা ক্ষতিসাধন হয়েছে।