
খাগড়াছড়ি সংবাদদাতা:
খাগড়াছড়ির গুইমারা উপজেলার তৈকর্মাপাড়া এলাকায় সৃষ্টি ত্রিপুরা (৩৬) নামে এক ক্ষুদ্র ব্যবসায়ী নিখোঁজ হয়েছেন। পরিবারের দাবি, তাকে অপহরণ করা হয়েছে। তবে কারা এবং কেন তাকে অপহরণ করেছে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য জানা যায়নি। এ ঘটনায় নিখোঁজ ব্যবসায়ীর পিতা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাতে দোকান থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ হন সৃষ্টি ত্রিপুরা। তিনি ওই এলাকার অলংগ্য ত্রিপুরার ছেলে।
নিখোঁজ সৃষ্টি ত্রিপুরার স্ত্রী রিতা ত্রিপুরা ধারণা করছেন, তার স্বামীকে অপহরণ করা হয়েছে। তবে কারা এ ঘটনায় জড়িত থাকতে পারে, সে বিষয়ে তিনি নিশ্চিত নন।
এলাকাবাসীরা জানান, অপহরণের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসা প্রয়োজন, না হলে জনমনে আতঙ্ক আরও বৃদ্ধি পাবে।
গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, "পরিবারের পক্ষ থেকে নিখোঁজের অভিযোগ করা হয়েছে। এটি অপহরণ নাকি নিখোঁজ, তা সঠিক তদন্তের পর বলা যাবে। উদ্ধারের জন্য চেষ্টা চলছে।"