
আশিকুর রহমান:
অপহরণ, চাঁদা আদায়সহ খুন মামলার রহস্য উদ্ঘাটন করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। এ ঘটনায় দুই আসামীকে গ্রেফতারের পর হত্যার রহস্য উদঘাটন করা হয়। গ্রেফতারকৃতরা হলো- গাজীপুরের কলীগঞ্জ থানাধীন ফুলদি মানুখান গ্রামের লোকমান সরকারের ছেলে পলাশ সরকার (২৬) এবং মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি থানাধীন দিঘিরপাড় গ্রামের মৃত আলী আকবরের ছেলে আল আমিন (২১)।
এর আগে গত ২৬ জুন বিকেল সাড়ে ৪টার দিকে টঙ্গীপূর্ব থানাধীন আমতলী এলাকায় ৫-৬ জন ছিনতাইকারীর কবলে পড়ে মারা যান তামিম (২৫) নামের এক যুবক। এ ঘটনায় তামিমের বাবা বাদী হয়ে মামলা করলে তদন্তে নামে জিএমপি টঙ্গী পূর্ব থানা পুলিশ।
মামলা ও পুলিশ সূত্রে জানা যায়, মৃত তামিম (২৫) ও সোহেল রানা (১৮) নামে দুইজন ইজি বাইকে করে মীরের বাজার তালুটিয়া থেকে অটোযোগে সাইনবোর্ড যাওয়ার সময় আমতলী এলাকায় অজ্ঞাতনামা ৫-৬ জন তাদের পথরোধ করে। এসময় তাদের দেশীয় অস্ত্রের মাধ্যমে এলোপাথারী মারপিট ও ভয়ভীতি দেখাইয়া ভিকটিম তামিমের সাথে থাকা ব্যবহৃত মোবাইল ফোন জোরপূর্বক কেড়ে নেয়। অপর যাত্রী মো. সোহেল রানাকেও দেশীয় অস্ত্রের মাধ্যমে এলোপাথারী মারপিট ও ভয়ভীতি দেখাইয়া তাহার সাথে থাকা ব্যবহৃত মোবাইল ফোন ও নগদ টাকা জোড়পূর্বক ছিনিয়ে নেয়। পরবর্তীতে তামিম ও সোহেল রানার নিকট যতেষ্ঠ টাকা না থাকায় আসামীগণ তাহাদের উপর আরো ক্ষিপ্ত হয়ে আমতলী হতে ইজি বাইকটি তামিম ও সোহেল রানাকে মারধর করতে শিলমুন স্পেশালাইজড হাসপাতাল এর পিছনে একটি অন্ধকার গলি রাস্তার মাথায় নিয়া তামিম ও সোহেল রানাকে ইজি বাইক থেকে নামাইয়া রেঞ্জ দিয়ে মারপিট করতে থাকে এবং উরু ভিকটিমদের বাড়ী হইতে আরো টাকা বিকাশের মাধ্যমে আনার জন্য হুমকি দেয়। ভিকটিম তামিমের পরিবার অপর ভিকটিম সোহেল রানার বিকাশ নম্বরে দশ হাজার টাকা প্রেরণ করে। এক পর্যায়ে আসামীগণের মারধরে ভিকটিম তামিম গুরুত্বর আঘাতপ্রাপ্ত হইলে আসামীগণ তামিম এর মৃত্যু নিশ্চিত মনে করিয়া তাকে রেল লাইনের পাশে ভিকটিম সোহেল রানার থেকে বিকাশ থেকে টাকা তুলে নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
অভিযানে নেতৃত্বদানকারী জিএমপি’র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. খোরশেদ আলম জানান, নিহত তামিমের বাবা বাদী হইয়া টঙ্গী পূর্ব থানায় অজ্ঞাতনামা ৫/৬ জন আসামীদের বিরুদ্ধে অপহরণ, চাঁদা আদায়সহ খুন মামলার অভিযোগ দায়ের করলে টঙ্গীপূর্ব থানায় একটি মামলা রুজু হয়। উল্লেখিত ঘটনার বিষয়ে মহানগর গোয়েন্দা বিভাগ দক্ষিণ এর একটি টিম। এরমধ্যে টঙ্গী পূর্ব থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া দুইজন আসামীকে গ্রেফতার করা হয়। অন্য আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।