Date: May 19, 2024

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / উপজেলা নির্বাচন: গাজীপুরে বহিষ্কৃত নেতার পক্ষে কাজ করছেন বিএনপির কর্মীরা - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রক...

উপজেলা নির্বাচন: গাজীপুরে বহিষ্কৃত নেতার পক্ষে কাজ করছেন বিএনপির কর্মীরা

May 05, 2024 04:38:23 PM   জেলা প্রতিনিধি
উপজেলা নির্বাচন: গাজীপুরে বহিষ্কৃত নেতার পক্ষে কাজ করছেন বিএনপির কর্মীরা

গাজীপুরে স্থানীয় বিএনপির পদধারী একাধিক নেতা উপজেলা পরিষদ নির্বাচনে বহিষ্কৃত নেতার পক্ষে কাজ করছেন বলে অভিযোগ উঠেছে। এতে দলটির তৃণমূল নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

স্থানীয় বিএনপির একাধিক নেতা জানান, গাজীপুর জেলা বিএনপির সহসভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইজাদুর রহমান মিলন নির্বচনী মনোনয়নপত্র দাখিল করায় সম্প্রতি দল থেকে বহিষ্কৃত হন। এর পর নির্বাচনী বৈতরণী পার হতে তিনি বিএনপি দলীয় নেতাকর্মীদের কাছে টানার চেষ্টা করছেন। ইতিমধ্যে দলটির একাধিক নেতাকর্মী প্রকাশ্যে আবার কেউ পদ হারানোর ভয়ে গোপনে তার পক্ষে নির্বাচনী মাঠে অংশ নিচ্ছেন। তাদের মধ্যে গুরুত্বপূর্ণ পদধারী নেতারাও রয়েছেন। তাদের মধ্যে যাদের নাম এসেছে তারা হলেন, সদর উপজেলা বিএনপির সহসভাপতি ও বাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট মো. সোলেমান মোল্লা, সিনিয়র সহসভাপতি মোফাজ্জল হোসেন প্রধান, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম, জেলা বিএনপির সদস্য ওসমান আলী, ইউনিয়ন যুবদলের সভাপতি মোক্তার হোসেন, মির্জাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বদিউল আলম বাদল, সদর উজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক নাজিম সরকার, যুগ্ম আহবায়ক রাকিবুল ইসলাম, পিরোজালী ইউনিয়ন বিএনপির সভাপতি নাজিম বেপারি, সাধারণ সম্পাদক ডিএম আজহার হোসেন, ভাওয়ালগড় ইউনিয়ন যুবদলের আহবায়ক শরীফুল ইসলাম, জেলা বিএনপির কোষাধ্যক্ষ ইসলাম উদ্দিন সহ তাদের অনুসারীরা।

অপরদিকে বিএনপির জোটভুক্ত জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নেতা মুফতি নাছির উদ্দিন খানকেও মোটরসাইকেল প্রতীকে প্রতিদ্বন্দ্বীতাকারী আওয়ামী লীগ নেতা আতিকুজ্জামানের পক্ষে প্রচার-প্রচারণায় অংশ নিতে দেখা গেছে বলে একাধিক সূত্র জানিয়েছে।

দলীয় সিদ্ধান্ত অমান্য করে বহিষ্কৃত প্রার্থীর পক্ষে নির্বাচনী কর্মকান্ডে অংশ নেয়ার বিষয়ে জানতে চাইলে গাজীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ রিয়াজুল হান্নান বলেন, আমরাও বিষয়টি মনিটরিং করছি। প্রত্যেক উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদককে এ বিষয়ে দায়িত্ব দেয়া হয়েছে। নির্বাচনী প্রচারণায় দলের কেউ অংশ নিয়ে থাকলে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।

এদিকে বহিষ্কৃত নেতার পক্ষে নির্বাচনী কর্মকান্ডে জড়িত থাকার বিষয়ে বক্তব্য জানতে বাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট মো. সোলেমান মোল্লার সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল নম্বর বন্ধ পাওয়া যায়। সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম এ বিষয়ে মুঠোফোনে বলেন, দলের বহিষ্কৃত প্রার্থীর সাথে আমাদের সম্পর্ক ভালো হওয়ায় অনেকে আমাদেরকে সন্দেহ করছেন। কিন্তু আমরা কোন অবস্থাতেই দলের সিদ্ধান্তের বাইরে যাচ্ছি না। দলের সিদ্ধান্তের প্রতি আমরা শ্রদ্ধাশীল।

নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে বিএনপির লিফলেট বিতরণ: এদিকে নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে  বিএনপি নেতাকর্মীদেরকে উপজেলার বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ ও পথসভা করতে দেখা গেছে। জেলা বিএনপি নেতা ও বাড়িয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, গাজীপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন রিজভী, সিনিয়র যুগ্মসম্পাদক বাবুল হোসেন খান, সহসাংগঠনিক সম্পাদক মতিউর রহমান, ইউনিয়ন যুবদল সাধারণ সম্পাদক নজরুল ইসলাম রুবেল, ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক মো. ইমন সহ বেশ সংখ্যক নেতাকর্মীকে বিভিন্ন এলাকায় নির্বচন বর্জনের আহবান জানিয়ে সাধারণ জনগণের মাঝে লিফলেট বিতরণ করতে দেখা যায়। বাড়িয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম জানান, উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই তারা নির্বচন বর্জনের দাবিতে লিফলেট বিতরণ করে যাচ্ছেন।

বিএনপির কেন্দ্রীয় সহস্বাস্থ্য বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম বাচ্চুর নেতৃত্বে শুক্রবার ভবানীপুর বাজারে উপজেলা নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করা হয়। এ সময় তার সাথে ছিলেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নুল আবেদীন রিজভী, বিএনপি নেতা শরীফ সিদ্দিকী, মিজানুর রহমান, মোহাম্মদ আজাহার, যুবদল নেতা আলামিন, কাউসার মোল্লা, জাহাঙ্গীর সিকদার, রফিকুল ইসলাম রবিন, শ্রমিকদল নেতা সাইফুল ইসলাম, জুলহাস উদ্দিন লাভলু মিয়া, জাসাস নেতা জসিম উদ্দিন শেখ, শরিফুল বাশার সজল, নদু মিয়া প্রমুখ।