Date: May 08, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / গাজীপুর চাঞ্চল্যকর আতিক হত্যা মামলার ঘটনায় গুলি ও পিস্তল উদ্ধার করে পুলিশ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্র...

গাজীপুর চাঞ্চল্যকর আতিক হত্যা মামলার ঘটনায় গুলি ও পিস্তল উদ্ধার করে পুলিশ

February 19, 2024 06:58:20 PM   জেলা প্রতিনিধি
গাজীপুর চাঞ্চল্যকর আতিক হত্যা মামলার ঘটনায় গুলি ও পিস্তল উদ্ধার করে পুলিশ

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরে চাঞ্চল্যকর আতিক হত্যা মামলার প্রধান আসামী মাসুমের দেয়া তথ্যমতে দুই রাউন্ড গুলিসহ একটি ম্যাগাজিন পিস্তল উদ্ধার করে গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশ(উত্তর)। হত্যা মামলার প্রধান আসামী মোঃ মাসুম (৩৫), পিতা-আঃ লতিফ, মাতা-নাছিমা বেগম, সাং-আদাবৈ, থানা-সদর, গাজীপুর মহানগর।

এর আগে, গত বছরের ৬জুন সকালে মাসুমের নেতৃত্বে একদল সন্ত্রাসী সদর থানাধীন আদাবৈ এলাকায় নেক্সট এক্সপোর্ট জোন লিঃ এর জুটের মাল পিকআপ গাড়ীতে তোলার সময় আতিককে গুলি করে। পরবর্তীতে সন্ত্রাসীদের গুলি আহত আতিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এ ঘটনায় নিহত আতিকের স্ত্রী বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। সোমবার গাজীপুর মেট্রোপলিটনের মিডিয়া শাখা থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, চাঞ্চল্যকর এ হত্যা মামলায় প্রধান আসামী মাসুম গত ৬ ফেব্রুয়ারী বিজ্ঞ আদালতে আত্মসমর্পণ করলে বিজ্ঞ আদালত তাকে জেল হাজতে প্রেরণ করেন। পরে মাসুমকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ সাত রিমান্ড আবেদন করলে আদালত ৪৮ ঘন্টার রিমান্ড মঞ্জুর করে। পরে তার দেয়া তথ্যমতে ডিবি পুলিশ মাসুমের নির্মাণাধীন বিল্ডিংয়ের বালুর নিচে লুকায়িত লাল পলিথিনে মোড়ানো একটি পিস্তল উদ্ধার করে।