
আশিকুর রহমান, গাজীপুর:
বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ছাত্র-ছাত্রীদের উপর হামলা ও আহত করার অভিযোগে গাজীপুর মহানগর ৩১ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং মহানগর সদর থানা শ্রমিক লীগের সভাপতি মোঃ আলমাস মোল্লাকে গ্রেফতার করেছে গাজীপুর মহানগর ডিবি পুলিশ।
বুধবার দুপুরে মহানগরের দক্ষিণ ছায়াবিথী এলাকায় অভিযান চালিয়ে ডিবি পুলিশের (উত্তর) অফিসার ইনচার্জ শফিকুল ইসলামের নেতৃত্বে তাকে গ্রেফতার করা হয়।
গাজীপুর মহানগর ডিবি পুলিশ জানায়, গত ৮ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আলমাস মোল্লাসহ এজাহারনামীয় আরও আসামিরা আন্দোলনকারীদের উপর পিস্তল ও দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায়। এতে ফাহিম নামে এক যুবক গুলিবিদ্ধ হন এবং আন্দোলনকারীদের মধ্যে ১০ থেকে ১৫ জন গুরুতর আহত হন।
এ ঘটনার পর পশ্চিম জয়দেবপুর এলাকার হুমায়ুন কবির বাদী হয়ে গাজীপুর মহানগরের সদর থানায় একটি মামলা দায়ের করেন।