
গাজীপুর সংবাদদাতা:
গাজীপুর মহানগরীর বাসন থানাধীন বাড়িয়ালী উত্তরপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৪ লাখ ৯৪ হাজার টাকার জাল নোটসহ সালমা বেগম (৪৩) নামের এক নারীকে গ্রেফতার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা (ডিবি) বিভাগ। শুক্রবার (১৫ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। গ্রেফতারকৃত সালমা বেগম বাগেরহাট জেলার সদর থানার আতাইকাটি এলাকার মৃত শেখ আবু তালেবের মেয়ে।
গাজীপুর মেট্রোপলিটনের গোয়েন্দা (ডিবি) বিভাগ জানায়, সালমা বেগম দীর্ঘদিন ধরে বাগেরহাট থেকে জাল নোট সংগ্রহ করে গাজীপুরের বাসন থানা ও আশপাশের এলাকায় ছড়িয়ে দিতেন। এর আগেও জাল নোট বিক্রির দায়ে তার বিরুদ্ধে ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছিল।
ডিবি পুলিশ আরও জানায়, সালমা বেগম ও তার এক পলাতক সহযোগীর বিরুদ্ধে গাজীপুর মহানগরের বাসন থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করা হয়েছে। এ ঘটনায় পুলিশ অভিযুক্তের পলাতক সহযোগীকে গ্রেফতারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।