Date: May 02, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / গাজীপুরে টনসিল অপারেশনকালে শিশুর মৃত্যু - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

গাজীপুরে টনসিল অপারেশনকালে শিশুর মৃত্যু

June 17, 2023 12:43:06 AM   উপজেলা প্রতিনিধি
গাজীপুরে টনসিল অপারেশনকালে শিশুর মৃত্যু

গাজীপুর সংবাদদাতা:
গাজীপুরের বাসন থানাধীন জয়দেবপুর রোড ডিজিটাল মেডিকেল সার্ভিসেস এন্ড  হাসপাতালে টনসিল অপারেশনকালে এক শিশুর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটে। নাবিলা কোনাবাড়ী থানাধীন জয়েরটেক গ্রামের নুরুল ইসলামের মেয়ে।

ঘটনার বিবরণে জানা যায়, ভিকটিম টনসিল রোগে ভুগতে ছিল। অদ্য ১৬ জুন তারিখ সকাল অনুমান ১০.৩০ ঘটিকার সময় ভিকটিমের বাবা-মা ভিকটিমকে টনসিল অপারেশন করার জন্য বাসন থানাধীন জয়দেবপুর রোড ডিজিটাল মেডিকেল সার্ভিস এন্ড হাসপাতালে নিয়ে আসে এবং নাক, কান, গলা রোগ বিশেষজ্ঞ ও হেড-নেক সার্জন ডাঃ মোঃ হাসানুল হক (নিপুন) এর তত্ত্বাবধায়নে অপারেশন করার জন্য দুপুর অনুমান ২.৩০ ঘটিকার সময় অপারেশন রুমে প্রবেশ করায়। অজ্ঞান করার জন্য ভুল ইনজেকশন বা অতিরিক্ত ইনজেকশন পুশ করার কারণে রোগীর শারীরিক অবস্থার অবণতি হয় এবং বিকেল অনুমান ৪.২০ ঘটিকার সময় ভিকটিম মারা যায়। 

পরে সংবাদ পেয়ে বাসন থানার অফিসার ইনচার্জ মোঃ সানোয়ার জাহান এবং ইন্সপেক্টর তদন্ত মোঃ জাহাঙ্গীর আলম সঙ্গীয় ও অফিসার ফোর্সসহ হাসপাতালে উপস্থিত হয়ে ঘটনাস্থল পর্যবেক্ষণ করেন। এসআই (নিঃ)মোঃ সুরুজ্জামান মৃতদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেন। ভিকটিমের মৃতদেহ পুলিশ হেফাজতে রয়েছে। ভিকটিমের পিতা-মাতা ও আত্মীয়-স্বজন বিনা ময়না তদন্তে লাশ নিয়ে যাবে বলে জানা যায়। পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

হআসপাতাল কর্তৃপক্ষ এবং অভিযুক্ত ডাক্তার পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।