Date: May 02, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / গাজীপুরে ট্রাক-কাভার্ড ভ্যান চাপায় ৪ অটোরিকশাযাত্রী নিহত - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

গাজীপুরে ট্রাক-কাভার্ড ভ্যান চাপায় ৪ অটোরিকশাযাত্রী নিহত

December 12, 2024 07:03:49 PM   জেলা প্রতিনিধি
গাজীপুরে ট্রাক-কাভার্ড ভ্যান চাপায় ৪ অটোরিকশাযাত্রী নিহত

গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে কাভার্ড ভ্যান ও ট্রাকের চাপায় অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। বুধবার রাত সাড়ে ১১টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ছালেহা আক্তার টুকটুকি (২৬), ইমরান হাসান রাজন (৩৮), মো. মামুন (২৩) এবং মো. দুলাল (৪২)।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, একটি ট্রাক যাত্রীবাহী অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি সামনে থাকা একটি কাভার্ড ভ্যানের পেছনে গিয়ে ধাক্কা খায় এবং দুই যানবাহনের মাঝে চেপে যায়। এতে অটোরিকশার যাত্রীরা গুরুতর আহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানার ওসি মো. রাহেদুল ইসলাম এবং উপ-পরিদর্শক (এসআই) দুলাল চন্দ্র ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এ দুর্ঘটনার ফলে মহাসড়কে কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হয়। তবে পুলিশ দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করে। দুর্ঘটনার কারণ নিয়ে তদন্ত চলছে।