
আশিকুর রহমান:
গাজীপুরে অভিযান পরিচালনা করে ১হাজার ৪০০পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ ০৪ মাদক কারবারিকে গ্রেফতার করেছে গাজীপুর মহানগর ডিবি পুলিশ(দক্ষিণ)। গত রবিবার রাতে গাজীপুর মহানগরের সদর থানাধীন ভুরুলিয়া এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারিদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার নজিবপুর গ্রামের মৃত আলী আকবারের ছেলে আয়াতুল আমীন ওরফে কনক (২৯), নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানার আনন্দবাজার গ্রামের মৃত তাইজ উদ্দীন এর ছেলে আমান (৩৯), ঢাকা মহানগর খিলক্ষেত থানার মৃত আবুল কালাম এর ছেলে মোঃ সেলিম (৩০), ময়মনসিংহ জেলার ফুলপুর থানার মোঃ সেলিম এর ছেলে মোঃ রূপচান মিয়া ও মুসা (৩৪)।
গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জিএমপি'র সদর থানাধীন পশ্চিম ভুরুলিয়া এলাকা থেকে মাদক ক্রয়-বিক্রয়ের প্রস্তুতিকালীন সময়ে ১হাজার ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ চারজনকে গ্রেফতার করা হয়। ডিবি পুলিশ আরো জানায়, ঘটনাস্থে মাদক কারবারিরা পুলিশের উপস্থিত টের পেয়ে পালানোর চেষ্টা করে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে গাজীপুর মেট্রোপলিটনের সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।