Date: May 03, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / গাজীপুরে প্রকাশিত সংবাদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন ব্যবসায়ী সাইফুল ইসলামের - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রক...

গাজীপুরে প্রকাশিত সংবাদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন ব্যবসায়ী সাইফুল ইসলামের

September 08, 2024 08:54:51 PM   জেলা প্রতিনিধি
গাজীপুরে প্রকাশিত সংবাদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন ব্যবসায়ী সাইফুল ইসলামের

গাজীপুর প্রতিনিধি:
কোটি কোটি টাকার জমি হাতিয়ে নেওয়ার অভিযোগে ডুয়েটের শিক্ষকসহ একটি চক্রের বিরুদ্ধে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী সাইফুল ইসলাম সরকার। রবিবার (৮ সেপ্টেম্বর) দুপুরে গাজীপুর প্রেসক্লাব মিলনায়তনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এরআগে মানববন্ধন করেন তিনি।

মানববন্ধন ও সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সাইফুল ইসলাম সরকার দাবি করেন, কিছু গণমাধ্যমে তার ছবি সম্বলিত ব্যানারসহ তাকে ভূমি দস্যু, কুক্ষাত সন্ত্রাসী এবং দখলবাজ হিসেবে চিত্রিত করে মিথ্যা সংবাদ প্রকাশ করা হয়েছে। তিনি বলেন, ভুরুলিয়া মৌজায় রেহেনার পিতার ২৭৬ শতাংশ ও হোসেন শহীদ সরকারের ১৬৫ শতাংশ জমি ডুয়েটের ১৬ শিক্ষক কর্মকর্তা দখল করেছে, এমন অভিযোগ বানোয়াট ও ভিত্তিহীন।

তিনি আরও দাবি করেন, ভুরুলিয়া মৌজায় সি.এস ৭৩, এস.এ ১৩২ ও আর.এস ১৩৭ খতিয়ানে তার পিতা রফিজ উদ্দিন ও জেঠা আবুল হাশেম সরকার শত বছর ধরে জমি ভোগ দখল করছেন। এছাড়া, ৫ আগস্ট রাতে ভাড়াটে সন্ত্রাসীদের মাধ্যমে তার ব্যবসায়িক প্রতিষ্ঠানে হামলা করে গুরুত্বপূর্ণ দলিলপত্র ও টাকা লুটপাট করা হয়।

তিনি বলেন, সুযোগ সন্ধানী চক্রটি দেশব্যাপী নেরাজ্য চলার সুযোগে আমাকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করে। গত ৫ আগষ্ট রাতে ২৫-৩০ জনের একদল ভাড়াটে সন্ত্রাসী দিয়ে আমাকে হত্যার জন্য বিভিন্ন স্থানে খুজাখুজি শেষে রাত সাড়ে ১০টার ডুয়েট ২য় ক্যাম্পাস সংলগ্ন সরকার মার্কেটে আবস্থিত আমার ব্যবসায়িক প্রতিষ্ঠানে হামলা করে ব্যপক ভাংচুড় করে মুল্যবান দলিল পত্র ও টাকা পয়সা লুটপাট করে।

সাইফুল ইসলাম সরকার আশা করেন, জমির প্রয়োজনীয় কাগজপত্র পর্যবেক্ষণ করে প্রকৃত সত্য উন্মোচন হবে এবং দেশের সামনে প্রকৃত ঘটনা তুলে ধরা হবে।