Date: May 02, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / গাজীপুরে বিআরটিসি বাসে পিকনিকে যাওয়ার সময় বিদ্যুৎ স্পর্শে নিহত ৩ শিক্ষার্থী - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প...

গাজীপুরে বিআরটিসি বাসে পিকনিকে যাওয়ার সময় বিদ্যুৎ স্পর্শে নিহত ৩ শিক্ষার্থী

November 23, 2024 03:49:36 PM   জেলা প্রতিনিধি
গাজীপুরে বিআরটিসি বাসে পিকনিকে যাওয়ার সময় বিদ্যুৎ স্পর্শে নিহত ৩ শিক্ষার্থী

গাজীপুর সংবাদদাতা:
বিআরটিসি'র ডাবল ডেকার বাসে বিদ্যুৎ স্পর্শ হয়ে পিনকিকে যাওয়ার পথে তিন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাণহানি ঘটে। শনিবার সকালে(২৩ নভেম্বর) গাজীপুর জেলার শ্রীপুর থানাধীন উদয়খালী বাজারে এ ঘটনা ঘটে। এসময় ডাবল ডেকার বাসে থাকা আরো ৬০/৭০ জন শিক্ষার্থী আহত।

নিহতরা হলেন মোজাম্মেল হোসেন নাঈম (২৪), মোস্তাকিম রহমান মাহিন (২২) ও জোবায়ের আলম সাকিব (২২)। নিহত শিক্ষার্থী মাহিন (২১) ওই বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের ছাত্র। তার বিস্তারিত পরিচয় জানা যায়নি।

জানা যায়,  গাজীপুর মহানগরের বোর্ড বাজার এলাকার ইসলামিক ইউনিভাসিটি অফ টেকনোলজি বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের প্রায় ৪৬০ জন শিক্ষার্থী মাইক্রোবাস বিআরটিসি'র ডাবল ডেকার বাসযোগে উপজেলার তেলিহাটি ইউনিয়নের মায়া ইকো রিসোর্টের উদ্দেশ্যে রওনা হয়। পরে শ্রীপুরের উদয়খালী বাজারে বাসটি পৌঁছলে, বাসটিতে বিদ্যুৎ স্পর্শ হয়। বিদ্যুৎ স্পর্শে ডাবল ডেকারে থাকা ওই তিন শিক্ষার্থী নিহত হন এবং ৬০/৭০ শিক্ষার্থী আহত হন। ঘটনাস্থলে থেকে নিহত এবং আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক জাকিউল ইসলাম জানান, নিহত মোজাম্মেল হোসেন নাঈম (২৪), মোস্তাকিম রহমান মাহিন (২২) ও জোবায়ের আলম সাকিব (২২) কে মৃত অবস্থায় হাসপাতালের জরুরী বিভাগে আনা হয়।

এঘটনায়, এখন পর্যন্ত উক্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কোন বক্তব্য নেয়া সম্ভব হয়নি।