Date: May 02, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / গাজীপুরে বেতন-বোনাস বৃদ্ধিসহ নানা দাবিতে শ্রমিকদের কর্মবিরতি - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

গাজীপুরে বেতন-বোনাস বৃদ্ধিসহ নানা দাবিতে শ্রমিকদের কর্মবিরতি

November 02, 2024 12:50:06 PM   জেলা প্রতিনিধি
গাজীপুরে বেতন-বোনাস বৃদ্ধিসহ নানা দাবিতে শ্রমিকদের কর্মবিরতি

আশিকুর রহমান, গাজীপুর:
হাজিরা বোনাস, বাৎসরিক বেতন, নাইট বিল, টিফিন বিল বৃদ্ধি ও বিভিন্ন দাবিতে গাজীপুরের কোনাবাড়ী ও জরুন এলাকার দুইটি পোশাক কারখানার কয়েক হাজার শ্রমিক কর্মবিরতি পালন করছেন। শনিবার সকাল ৮টা থেকে ইসলাম গ্রুপ ও তুষকা গ্রুপের শ্রমিকরা কারখানার মূল ফটকের সামনে অবস্থান নিয়ে এই কর্মবিরতি শুরু করেন।

শ্রমিকদের কর্মবিরতিতে পরিস্থিতি শান্ত রাখতে সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব, শিল্প পুলিশ এবং গাজীপুর মেট্রোপলিটন পুলিশ ঘটনাস্থলে অবস্থান নিয়েছে।

শ্রমিকদের দাবি অনুযায়ী, ইসলাম গ্রুপের শ্রমিকরা ২১ দফা এবং তুষকা গ্রুপের শ্রমিকরা ১৬ দফা দাবি আদায়ে কর্মবিরতি পালন করছেন। ইসলাম গ্রুপের শ্রমিকরা তাদের দাবির মধ্যে ফ্যাক্টরি ম্যানেজারসহ কয়েকজন কর্মকর্তাকে চাকরিচ্যুত করা, সার্ভিস বেনিফিট ১০০% প্রদান, বেসিকের ৬৩% বৃদ্ধি, হাজিরা বোনাস ১ হাজার টাকা, টিফিন বিল ৫০ টাকা এবং নাইট বিল ২০০ টাকা দাবি করেছেন।

অন্যদিকে, তুষকা গ্রুপের শ্রমিকরা পাঁচ ওয়াক্ত নামাজের সময়, বাৎসরিক বেতন ১০% হারে বৃদ্ধি, ঈদের ছুটি বাড়ানো এবং ১৬ দফা দাবির কথা জানিয়েছেন। তুষকার এক শ্রমিক জানান, তারা হাজিরা বোনাস ১০০০ টাকা, নাইট বিল ২০০ টাকা, টিফিন বিল ৫০ টাকা এবং মাতৃত্বকালীন ছুটি ১২০ দিনসহ বিভিন্ন দাবি উপস্থাপন করেছেন।

তুষকা গ্রুপের পরিচালক তারেক হাসান এবং ইসলাম গ্রুপের এডমিন অফিসার রবিউল ইসলাম এই বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। গাজীপুর শিল্প পুলিশ-২ এর কোনাবাড়ী জোনের পুলিশ পরিদর্শক মোর্শেদ জামান জানান, কর্তৃপক্ষ শ্রমিকদের দাবি পূরণে আলোচনা করছে।