Date: May 02, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / গাজীপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় ওয়ার্ড আ. লীগের সাবেক সভাপতি গ্রেপ্তার - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে স...

গাজীপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় ওয়ার্ড আ. লীগের সাবেক সভাপতি গ্রেপ্তার

October 30, 2024 04:52:47 PM   জেলা প্রতিনিধি
গাজীপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় ওয়ার্ড আ. লীগের সাবেক সভাপতি গ্রেপ্তার

আশিকুর রহমান, গাজীপুর:
বৈষম্যবিরোধী আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলা ও গুরুতর আহত করার ঘটনায় গাজীপুর মহানগরের ২৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. শাহ জাহান মীরকে গ্রেপ্তার করেছে মহানগর ডিবি পুলিশ। গত মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে মহানগর গোয়েন্দা পুলিশ নিশ্চিত করেছে।

গ্রেপ্তারকৃত মো. শাহ জাহান মীর (৫৬) গাজীপুর সদর থানাধীন লক্ষীপুরা এলাকার বাসিন্দা এবং মৃত হযরত আলীর ছেলে।

মহানগর গোয়েন্দা পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৩ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর আক্রমণ চালায় শাহ জাহান মীরসহ এজাহারভুক্ত আসামিরা। আক্রমণের একপর্যায়ে তাদের গুলিতে রাকিক (২৪) নামের এক যুবক গুলিবিদ্ধ হন এবং অন্যান্য শিক্ষার্থীরা লোহার রড, হকিস্টিক ও দেশীয় অস্ত্রের আঘাতে আহত হন। এ ঘটনায় সদর থানায় একটি মামলা দায়ের করা হয়, যার পরিপ্রেক্ষিতে শাহ জাহান মীরকে গ্রেপ্তার করা হয়েছে।