
আশিকুর রহমান:
অভিনব কায়দায় মাদকদ্রব্য পাচারকালে ২৮২ পিস ফেন্সিডিলসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে গাজীপুর মহানগর ডিবি(দক্ষিণ)। গত শুক্রবার (৪ মে) দুপুরে গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানাধীন নলজানী এলাকার রেইনবো এক্সপ্রেস পার্সেল লিঃ নামক কুরিয়ার সার্ভিসের সামনে থেকে এ মাদক উদ্ধার করে ডিবি পুলিশ। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মোঃ নূরে আলম (৪০) রংপুরের পরশুরাম থানার চিলার ঝাড় এলাকার নয়া মিয়ার ছেলে।
রবিবার দুপুরে গাজীপুর মহানগর ডিবি পুলিশ কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান গাজীপুর মহানগর গোয়েন্দা বিভাগ(ডিবি দক্ষিণ) এর উপ-পুলিশ কমিশনার মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন।
সংবাদ সম্মেলনে ডিবি পুলিশের এই ঊর্ধ্বতন কর্মকর্তা আরো জানান, রেইনবো এক্সপ্রেস পার্সেল লিঃ নামক একটি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে রংপুর থেকে গাজীপুরে মাদকের একটি বড় চালান আসবে। এমন গোপন সংবাদের ভিত্তিতে মাদক উদ্ধারে অভিযানে নামে ডিবি পুলিশ। পরে গাজীপুরের নলজানী এলাকায় অবস্থিত ওই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আসা একটি ড্রামের ভিতর কাঠের গুড়ার মধ্যে বিশেষভাবে রক্ষিত অবস্থায় ২৮২ পিস ফেন্সিডিল বোতল উদ্ধার করা হয়। এসময় নূরে আলম নামে এক মাদক ব্যবসায়ীকেও গ্রেফতার করা হয়।
সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, মাদক পাচারের সাথে ওই কুরিয়ার সার্ভিসের কোন প্রকার সম্পৃক্ততা আছে কি-না, সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।
গ্রেফতারের পর মাদক ব্যবসায়ী নূরে আলম ডিবি পুলিশকে জানায়, সে রংপুরের লিটন নামক এক মাদক ব্যবসায়ীর কাছ থেকে মাদকদ্রব্য ফেন্সিডিল অল্প দামে ক্রয় করে গাজীপুরে মিলন চন্দ্রসহ অন্যন্যা খুচরা ব্যবসায়ীদের কাছে বিক্রি করে।
পলাতক অপর দুই মাদক ব্যবসায়ী লিটন(৩০) ও মিলন চন্দ্রকে(২৮) গ্রেফতারে ডিবি পুলিশের অভিযান চলামান রয়েছে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।