Date: May 06, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / গাজীপুরে শিল্প কারখানার ১০ তলা বিল্ডিং থেকে পরে নারী শ্রমিকের মৃত্যু - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

গাজীপুরে শিল্প কারখানার ১০ তলা বিল্ডিং থেকে পরে নারী শ্রমিকের মৃত্যু

May 19, 2024 07:29:08 PM   জেলা প্রতিনিধি
গাজীপুরে শিল্প কারখানার ১০ তলা বিল্ডিং থেকে পরে নারী শ্রমিকের মৃত্যু

আশিকুর রহমান:
গাজীপুরে একটি শিল্প কারখানার ১০ তলা বিল্ডিংয়ের ছাদ থেকে পরে এক পোশাক শ্রমিকের মৃত্যুর ঘটনা ঘটে। রোববার (১৯ মে) দুপুর ১.৩০ মিটিনে গাজীপুর মহানগরের কোনাবাড়ী থানা এলাকায় অবস্থিত ইসলাম গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ লিমিটেড কারখানায় মৃত্যুর ঘটনা ঘটেছে।

মৃত নীলা খাতুন সিরাজগঞ্জ জেলার কাজিপুর থানার মানিকদাইড় গ্রামের লিটন মল্লিক এর মেয়ে। সে জরুন এলাকায় ভাড়া বাসায় থেকে ইসলাম গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ লিমিটেড কারখানায় ওভেন সেকশনে জুনিয়র পলিম্যান হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ জানায়, আজ দুপুরে ইসলাম গার্মেন্টস এর দশতলা বিল্ডিং এর ছাদ থেকে লাফ দিয়ে নিচে পড়ে। তৎক্ষনিক কারখানা কর্তৃপক্ষ গুরুতর আহত অবস্থায়  উদ্ধার করে কোনাবাড়ী ক্লিনিক নিয়ে যান। পরে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ আবুল ফজল জানান, ওই গার্মেটস কর্মী হাসপাতালে আসার আগেই মারা যায়। 

ইসলাম গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর ওভেন সেকশনের জিএম তানভীর এর মুঠোফোনে একাধিকবার ফোন করলেও তিনি রিসিভ করেননি। 

গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ কে এম আশরাফ উদ্দিন জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। 

তিনি বলেন, আহত অবস্থায় তাকে প্রথমে স্থানীয়  হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসার জন্য গাজীপুর শহীদ  তাজউদ্দিন আহমেদ মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত  চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আসলে কি কারণে ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছে তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানা যাবে। মরদেহ বর্তমানে হাসপাতালে আছে। এবিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।