
গাজীপুর প্রতিনিধি:
গাজীপুর সদর থানা পুলিশের অভিযানে তিন ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (১৩ জানুয়ারি) রাত ১২টার দিকে সদর থানাধীন ইপসাগেট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন গাজীপুর সদরের জয়দেবপুর এলাকার মৃত আবুলের ছেলে আক্তার হোসেন (২৯), কিশোরগঞ্জের তারাইল উপজেলার রাউতি মধ্যপাড়া গ্রামের মৃত মোস্তফার ছেলে আউয়াল মিয়া (২৭), ময়মনসিংহ জেলার ত্রিশাল থানার দক্ষিণ সালনা গ্রামের মৃত জৈনাত আলীর ছেলে মো. রাসেল (৩৬)।
গাজীপুর সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আরিফুর রহমান জানান, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে ওই এলাকায় অটোরিকশা ছিনতাই করে আসছিল। অভিযানের সময় তাদের কাছ থেকে ছিনতাইকৃত অটোরিকশার খণ্ডিত অংশ উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন সদর থানার ওসি।