
গাজীপুর প্রতিনিধি:
ছাত্র আন্দোলন চলাকালে গাজীপুরে নজরুল ইসলাম (৩২) হত্যা মামলায় মহানগর আওয়ামী লীগ নেতা মো. সিদ্দিকুর রহমান (৭১) এবং যুবলীগ নেতা মো. মাসুদুর রহমান (৪৫) কে গ্রেফতার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। মঙ্গলবার (১০ ডিসেম্বর ২০২৪) রাতে গাজীপুর মহানগরের সদর থানাধীন ফাউকাল এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানিয়েছে, গত ২০ জুলাই দুপুর আনুমানিক ১২টার দিকে গাজীপুর মহানগরের বাসন থানাধীন পশমী সোয়েটার নামক ফ্যাক্টরির সামনে ঘটে যাওয়া সহিংস ঘটনায় তারা জড়িত রয়েছে বলে প্রাথমিক তদন্তে প্রমাণিত হয়েছে।
জানা যায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে নজরুল ইসলাম বাসন থানাধীন পশমী সোয়েটার নামক ফ্যাক্টরির সামনে অবস্থান করছিলেন। আসামি সিদ্দিকুর রহমান, মাসুদুর রহমানসহ অন্যান্য আসামিরা বন্দুক, লাঠি, রড, চাপাতি, এবং অন্যান্য মারাত্মক অস্ত্র নিয়ে আন্দোলনকারীদের ওপর হামলা চালায়। হামলার এক পর্যায়ে আসামিদের ছোড়া গুলিতে নজরুল ইসলাম পিঠে গুলিবিদ্ধ হন এবং ঘটনাস্থলেই মারা যান। বাদী ঘটনাস্থলে এসে তার স্বামীর লাশ শনাক্ত করেন এবং নিরাপত্তার কারণে কোনো আইনি পদক্ষেপ না নিয়ে লাশ গ্রামের বাড়িতে নিয়ে গিয়ে দাফন করেন।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) জানিয়েছেন, তদন্তে গ্রেফতারকৃতদের ঘটনায় সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। মামলায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারে মহানগর গোয়েন্দা বিভাগ (উত্তর) অভিযান অব্যাহত রেখেছে।