Date: May 03, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / গাজীপুরে ১০ তলা ভবনের ৩য় তলায় আগুন, কসমেটিকস মালামাল পুড়ে ছাই - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

গাজীপুরে ১০ তলা ভবনের ৩য় তলায় আগুন, কসমেটিকস মালামাল পুড়ে ছাই

April 06, 2023 01:43:29 AM   দেশজুড়ে ডেস্ক
গাজীপুরে ১০ তলা ভবনের ৩য় তলায় আগুন, কসমেটিকস মালামাল পুড়ে ছাই

গাজীপুর সংবাদদাতা:
গাজীপুরে অগ্নিকাণ্ডের ঘটনায় কয়েক লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে কসমেটিকস ব্যবসায়ীরা। বুধবার বিকালে গাজীপুর মহানগরের বাসন থানাধীন আউটপাড়া এলাকার গাজীপুর-টাঙ্গাইল মহাসড়কের পাশে বাগদাদ বেনজির টাওয়ারের ৩য় তলায় কসমেটিকস গোডাউনে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে ভবনের কসমেটিকস ব্যবসায়ীরা কয়েক লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে বলে প্রাথমিক ভাবে জানা যায়।

জানা যায়, ১০ তলা বিশিষ্ট এ ভবনের ৪র্থ তলা পর্যন্ত বিভিন্ন অফিস, ব্যাংক ও কসমেটিকস এর দোকান রয়েছে। ভবনের অন্যন্যা ফ্লোরগুলো আবাসিক বাসা-বাড়ি হিসেবে ব্যবহৃত হয়।

স্থানীয়রা জানায়, বাগদাদ বেনজির টাওয়ারে ৩য় তলায় একটি কসমেটিকস গোডাউন থেকে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট বাসন থানা পুলিশের সহযোগিতায় ৩০ মিনিটের ব্যবধানে আগুন নিয়ন্ত্রণ নিয়ে আসে।

জয়দেবপুর ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মোঃ তাসারফ হোসেন জানান, আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট কাজ করে। ৩০ মিনিটের ব্যবধানে আগুন আগুন নিয়ন্ত্রণ আসে। তিনি জানান, তদন্ত সাপেক্ষে ক্ষয়ক্ষতির পরিমাণ বলা যাবে।